শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রী বিরোধী দলেরও নেতা

প্রধানমন্ত্রী বিরোধী দলেরও নেতা

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, প্রধানমন্ত্রী বিরোধী দলেরও নেতা। বিরোধী দল একটি ছায়া সরকার। প্রধানমন্ত্রী সংসদ নেতা। সে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা তো বলতেই হবে। কিন্তু কেউ নালিশ করতে যাননি। গতকাল রাজধানীর বনানীতে এরশাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হঠাৎ করে দলের সভাপতিমণ্ডলীর দুই সদস্য মশিউর রহমান ও তাজুল ইসলাম চৌধুরীকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা বলে পার্টি চেয়ারম্যান যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। শৃঙ্খলা ভঙ্গের কিছু হলে চেয়ারম্যান তা বরদাশত করবেন না। এই দুই নেতার কিছু বক্তব্য চেয়ারম্যানের গোচরে এসেছে। তা দেখে তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেন, জাপায় কোনো বিভক্তি নেই। চেয়ারম্যানের নেতৃত্ব মেনেই সবাই কাজ করছেন। যে নদীর গর্জন বেশি, সে নদীর ঢেউ তো উপচে পড়বেই। তিনি আরও বলেন, এরশাদ জাতীয় পার্টি চেয়ারম্যান। সংসদীয় দল তো পার্টির অধীনই একটি অংশ। আর তাজুল ইসলাম চৌধুরী একজন বিতর্কিত লোক, এটা সবাই জানেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের কথাও আমরা শুনেছি। তিনি জাতীয় পার্টি থেকে গিয়ে পিডিপি করেছেন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নমিনেশন নিয়ে এরশাদের বিরুদ্ধে নির্বাচন করে হেরেছেন। এর পরও এরশাদ তাকে মাফ করে দিয়ে দলে নিয়েছেন। এ ছাড়া জাপায় কোনো সংকট নেই বলে দাবি করেন বাবলু। তিনি বলেন, জাপা একটি বড় পার্টি। এ পার্টিতে মতবিরোধ থাকতেই পারে। তবে কোনো বিরোধ নেই। এরশাদ ও রওশন এরশাদের মধ্যেও কোনো বিরোধ নেই।-নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর