সোমবার, ২৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বিচারহীনতায় বাড়ছে বিচারবহির্ভূত হত্যা

বিচারহীনতায় বাড়ছে বিচারবহির্ভূত হত্যা

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিচার বিভাগকে পেছনে ফেলে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবেন না। বিচারহীনতার কারণেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। কোনো সভ্য দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। এগুলো থেকে বেরিয়ে আসতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচারব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে গতকাল জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সুরঞ্জিত সেন। তিনি আরও বলেন, ‘নির্বাহী বিভাগ থেকে আপনারা বিচার বিভাগ স্বাধীন করে দিয়েছেন। বিচার বিভাগ যেখানে সম্পূর্ণ স্বাধীন, সেখানে আপনি (নির্বাহী বিভাগ) মাথা ঢুকাবেন কেন? তা ছাড়া আমাদের সংবিধানে বলা আছে, কোনো পঙ্গু বা নারী হলে তাকে জামিন দিতে হবে। আপনি জামিন না দিয়ে তাকে রিমান্ডে দিলেন, আবার দুদিন পর ডাইকা বললেন, আসেন জামিন দেই। যেখানে মামলারই কোনো প্রয়োজন ছিল না সেখানে আপনি তাকে রিমান্ডে দিলেন! এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে আইসিটি অ্যাক্ট তো আর বাতিল করা যাবে না। তবে এখন আইনের ৫৭ ধারা নিয়ে কথা উঠেছে। ফরিদপুরের মামলাটি নিয়েই এসব কথা উঠেছে। অথচ আইনগতভাবে ওই মামলা হয়ই না। মামলাটি নেওয়ারই প্রয়োজন ছিল না। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর