শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

অস্ত্র গুলি নারীসহ আটক এমপির ছেলে

সাতক্ষীরা প্রতিনিধি

অস্ত্র গুলি নারীসহ আটক এমপির ছেলে

রুমন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে একটি রিসোর্ট থেকে অস্ত্র, গুলি ও তিন নারীসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন-সংলগ্ন বর্ষা রিসোর্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন নারী হলেন তহমিনা খাতুন, কাফসা ইয়াসমিন ও নুসরাত জাহান। তাদের বাড়ি সাতক্ষীরা শহরের রসুলপুরে। তবে গতকাল সকালে শ্যামনগর থানায় সাংবাদিকরা এদের ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের কলবাড়ী এলাকায় অবস্থিত বর্ষা রিসোর্টের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ। ওই কক্ষ থেকে রুমন (৩৫) ও তিন নারীকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় রুমনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রুমন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে। তাদের বাড়ি সাতক্ষীরা শহরের প্রাণসায়ে এলাকায়। ওসি আরও জানান, রুমনের কাছে পাওয়া পিস্তলটি তার মায়ের নামে লাইসেন্স করা। এ সময় ওই রিসোর্ট থেকে রুমনের ব্যবহূত জাতীয় সংসদের স্টিকার লাগানো বিলাসবহুল একটি গাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় রুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) লিটন মিয়া। তিন নারীর বিরুদ্ধেও মামলা হয়েছে।

এদিকে এ ঘটনার বিষয়ে দুপুরে সংসদ সদস্য রিফাত আমিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘আমার ছেলে রুমন আমার ব্যবহূত গাড়ি নিয়ে শ্যামনগরে বেড়াতে গিয়েছিল। রাস্তায় জোরে গাড়ি চালানোর কারণে কালিগঞ্জে পুলিশ সিগন্যাল দেয়। সে পুলিশের সিগন্যাল বুঝতে না পেরে গাড়ি চালিয়ে চলে যাওয়ার কারণে পুলিশ তাকে আটক করে। আর গাড়িতে থাকা আমার ব্যবহূত অস্ত্রটি বাসায় নিতে মনে না থাকায় বেখেয়ালে গাড়িতে থেকে যায়। এ ঘটনায় অস্ত্রের বিষয়ে পুলিশ আমাকে ফোন দিয়েছিল। আমি পুলিশকে বুঝিয়ে বলেছি।’ গ্রেফতার তিন নারীর বিষয়ে তিনি বলেন, ‘ওদের বাড়ি পলাশপোল। আমার খালাশাশুড়ির বাড়ি পলাশপোলে। সেই থেকে পরিচয় এবং আমাদের বাড়িতে তাদের ছোটবেলা থেকেই যাতায়াত। সে সম্পর্কে মেয়ে তিনটি আমাদের আত্মীয় হয়।’

সর্বশেষ খবর