আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। সরকারকে বিব্রত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এনামুল হক শামীম এসব কথা বলেন। গত ১ নভেম্বর ক্ষতিগ্রস্ত এলাকায় তার নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে। পরিদর্শনে তিনি কী দেখেছেন এবং ক্ষতিগ্রস্তরা কী বলেছেন সে বিষয়ে কথা বলেন তিনি। একেএম এনামুল হক শামীম বলেন, গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার একদিন পর অর্থাৎ গত ১ নভেম্বর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে সেখানে ছুটে যাই। নাসিরনগরের দত্তপাড়া, ঘোষপাড়া, গাংকুলপাড়া, মহাকালপাড়া, কাশিপাড়া, নমশূদ্রপাড়া, মালিপাড়া ও শীলপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলি। তাদের ভাষ্য অনুযায়ী নাসিরনগরে যা ঘটেছে, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। তিনি বলেন, এই এলাকায় প্রায় এক লাখ হিন্দু সম্প্রদায়ের লোকজন বংশপরমপরায় বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ মিলেমিশে সেখানে বসবাস করে আসছিল। বহির্বিশ্ব থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটানো হয় বলে প্রতীয়মান হয়েছে। তার মতে, সংখ্যালঘুদের ওপর হামলার সংস্কৃতি চালু করে বিএনপি। ’৯২ সালে ভারতের বাবরি মসজিদ ভাঙচুরের পর বাংলাদেশে ৩৯২টি মন্দিরে হামলা করে দলটি। ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে স্থানীয় থানার ওসি ও ইউএনওকে প্রত্যাহার চেয়েছেন। সঙ্গে সঙ্গে ওসি এবং পরবর্তীতে ইউএনওকে বদলি করা হয়েছে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারা হামলার দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে কারা লোক এনেছিল, বিষয়টি খুঁজে বের করার দাবি জানিয়েছেন। আবার একটি অংশ এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছে। কিন্তু ক্ষতিগ্রস্তরা আমাদের জানিয়েছেন, এই এলাকায় স্বাধীনতার পর কখনই বিএনপি জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তাই এখন থেকে পরিস্থিতি ঘোলাটে করতেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এনামুল হক শামীম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের জানিয়েছি, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখভাল করছেন। এ ছাড়াও দলীয় নেতা-কর্মীদের তাদের পাশে দাঁড়াতে বলেছি। তারা পাশে দাঁড়িয়েছেন।
শিরোনাম
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা