আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। সরকারকে বিব্রত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এনামুল হক শামীম এসব কথা বলেন। গত ১ নভেম্বর ক্ষতিগ্রস্ত এলাকায় তার নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে। পরিদর্শনে তিনি কী দেখেছেন এবং ক্ষতিগ্রস্তরা কী বলেছেন সে বিষয়ে কথা বলেন তিনি। একেএম এনামুল হক শামীম বলেন, গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার একদিন পর অর্থাৎ গত ১ নভেম্বর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে সেখানে ছুটে যাই। নাসিরনগরের দত্তপাড়া, ঘোষপাড়া, গাংকুলপাড়া, মহাকালপাড়া, কাশিপাড়া, নমশূদ্রপাড়া, মালিপাড়া ও শীলপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলি। তাদের ভাষ্য অনুযায়ী নাসিরনগরে যা ঘটেছে, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। তিনি বলেন, এই এলাকায় প্রায় এক লাখ হিন্দু সম্প্রদায়ের লোকজন বংশপরমপরায় বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ মিলেমিশে সেখানে বসবাস করে আসছিল। বহির্বিশ্ব থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটানো হয় বলে প্রতীয়মান হয়েছে। তার মতে, সংখ্যালঘুদের ওপর হামলার সংস্কৃতি চালু করে বিএনপি। ’৯২ সালে ভারতের বাবরি মসজিদ ভাঙচুরের পর বাংলাদেশে ৩৯২টি মন্দিরে হামলা করে দলটি। ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে স্থানীয় থানার ওসি ও ইউএনওকে প্রত্যাহার চেয়েছেন। সঙ্গে সঙ্গে ওসি এবং পরবর্তীতে ইউএনওকে বদলি করা হয়েছে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারা হামলার দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে কারা লোক এনেছিল, বিষয়টি খুঁজে বের করার দাবি জানিয়েছেন। আবার একটি অংশ এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছে। কিন্তু ক্ষতিগ্রস্তরা আমাদের জানিয়েছেন, এই এলাকায় স্বাধীনতার পর কখনই বিএনপি জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তাই এখন থেকে পরিস্থিতি ঘোলাটে করতেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এনামুল হক শামীম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের জানিয়েছি, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখভাল করছেন। এ ছাড়াও দলীয় নেতা-কর্মীদের তাদের পাশে দাঁড়াতে বলেছি। তারা পাশে দাঁড়িয়েছেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
অশুভ শক্তির পরিকল্পনা নাসিরনগরের হামলা
ঘটনাস্থল পরিদর্শন করে শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর