আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। সরকারকে বিব্রত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এনামুল হক শামীম এসব কথা বলেন। গত ১ নভেম্বর ক্ষতিগ্রস্ত এলাকায় তার নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে। পরিদর্শনে তিনি কী দেখেছেন এবং ক্ষতিগ্রস্তরা কী বলেছেন সে বিষয়ে কথা বলেন তিনি। একেএম এনামুল হক শামীম বলেন, গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার একদিন পর অর্থাৎ গত ১ নভেম্বর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে সেখানে ছুটে যাই। নাসিরনগরের দত্তপাড়া, ঘোষপাড়া, গাংকুলপাড়া, মহাকালপাড়া, কাশিপাড়া, নমশূদ্রপাড়া, মালিপাড়া ও শীলপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলি। তাদের ভাষ্য অনুযায়ী নাসিরনগরে যা ঘটেছে, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। তিনি বলেন, এই এলাকায় প্রায় এক লাখ হিন্দু সম্প্রদায়ের লোকজন বংশপরমপরায় বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ মিলেমিশে সেখানে বসবাস করে আসছিল। বহির্বিশ্ব থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটানো হয় বলে প্রতীয়মান হয়েছে। তার মতে, সংখ্যালঘুদের ওপর হামলার সংস্কৃতি চালু করে বিএনপি। ’৯২ সালে ভারতের বাবরি মসজিদ ভাঙচুরের পর বাংলাদেশে ৩৯২টি মন্দিরে হামলা করে দলটি। ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে স্থানীয় থানার ওসি ও ইউএনওকে প্রত্যাহার চেয়েছেন। সঙ্গে সঙ্গে ওসি এবং পরবর্তীতে ইউএনওকে বদলি করা হয়েছে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারা হামলার দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে কারা লোক এনেছিল, বিষয়টি খুঁজে বের করার দাবি জানিয়েছেন। আবার একটি অংশ এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছে। কিন্তু ক্ষতিগ্রস্তরা আমাদের জানিয়েছেন, এই এলাকায় স্বাধীনতার পর কখনই বিএনপি জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তাই এখন থেকে পরিস্থিতি ঘোলাটে করতেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এনামুল হক শামীম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের জানিয়েছি, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখভাল করছেন। এ ছাড়াও দলীয় নেতা-কর্মীদের তাদের পাশে দাঁড়াতে বলেছি। তারা পাশে দাঁড়িয়েছেন।
শিরোনাম
- যে কারণে রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দিতে পারছেন না ট্রাম্প
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, সরকারের তীব্র নিন্দা
- অক্টোবরের শুরুতেই চার দিনের সরকারি ছুটি
- ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন
- রাজধানীতে চুরি হওয়া ২৫ লাখ টাকা উদ্ধার, যুবক গ্রেফতার
- কাতারে হামাস নেতাদের হত্যায় স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ
- অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই
- চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, চারজন গ্রেফতার
- মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ২৫
- সাদাপাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা গ্রেফতার
- এনসিএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে আজ
- ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন কুষ্টিয়ায়
- কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
- সেই ফারিয়াসহ তিনজন কারাগারে
- মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ৩ বাংলাদেশি আলেম
- জাকের-শামিমের লড়াকু ইনিংসও রক্ষা করতে পারলো না বাংলাদেশকে
- শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- এমবাপের জোড়া গোল, রিয়াল মাদ্রিদের চতুর্থ টানা জয়
- বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই
অশুভ শক্তির পরিকল্পনা নাসিরনগরের হামলা
ঘটনাস্থল পরিদর্শন করে শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম