আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। সরকারকে বিব্রত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এনামুল হক শামীম এসব কথা বলেন। গত ১ নভেম্বর ক্ষতিগ্রস্ত এলাকায় তার নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে। পরিদর্শনে তিনি কী দেখেছেন এবং ক্ষতিগ্রস্তরা কী বলেছেন সে বিষয়ে কথা বলেন তিনি। একেএম এনামুল হক শামীম বলেন, গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার একদিন পর অর্থাৎ গত ১ নভেম্বর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে সেখানে ছুটে যাই। নাসিরনগরের দত্তপাড়া, ঘোষপাড়া, গাংকুলপাড়া, মহাকালপাড়া, কাশিপাড়া, নমশূদ্রপাড়া, মালিপাড়া ও শীলপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলি। তাদের ভাষ্য অনুযায়ী নাসিরনগরে যা ঘটেছে, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। তিনি বলেন, এই এলাকায় প্রায় এক লাখ হিন্দু সম্প্রদায়ের লোকজন বংশপরমপরায় বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ মিলেমিশে সেখানে বসবাস করে আসছিল। বহির্বিশ্ব থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটানো হয় বলে প্রতীয়মান হয়েছে। তার মতে, সংখ্যালঘুদের ওপর হামলার সংস্কৃতি চালু করে বিএনপি। ’৯২ সালে ভারতের বাবরি মসজিদ ভাঙচুরের পর বাংলাদেশে ৩৯২টি মন্দিরে হামলা করে দলটি। ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে স্থানীয় থানার ওসি ও ইউএনওকে প্রত্যাহার চেয়েছেন। সঙ্গে সঙ্গে ওসি এবং পরবর্তীতে ইউএনওকে বদলি করা হয়েছে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারা হামলার দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে কারা লোক এনেছিল, বিষয়টি খুঁজে বের করার দাবি জানিয়েছেন। আবার একটি অংশ এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছে। কিন্তু ক্ষতিগ্রস্তরা আমাদের জানিয়েছেন, এই এলাকায় স্বাধীনতার পর কখনই বিএনপি জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তাই এখন থেকে পরিস্থিতি ঘোলাটে করতেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এনামুল হক শামীম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের জানিয়েছি, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখভাল করছেন। এ ছাড়াও দলীয় নেতা-কর্মীদের তাদের পাশে দাঁড়াতে বলেছি। তারা পাশে দাঁড়িয়েছেন।
শিরোনাম
- লিবিয়ায় নৌকাডুবিতে চার বাংলাদেশির মৃত্যু
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ