আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। সরকারকে বিব্রত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে এনামুল হক শামীম এসব কথা বলেন। গত ১ নভেম্বর ক্ষতিগ্রস্ত এলাকায় তার নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে। পরিদর্শনে তিনি কী দেখেছেন এবং ক্ষতিগ্রস্তরা কী বলেছেন সে বিষয়ে কথা বলেন তিনি। একেএম এনামুল হক শামীম বলেন, গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার একদিন পর অর্থাৎ গত ১ নভেম্বর দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে সেখানে ছুটে যাই। নাসিরনগরের দত্তপাড়া, ঘোষপাড়া, গাংকুলপাড়া, মহাকালপাড়া, কাশিপাড়া, নমশূদ্রপাড়া, মালিপাড়া ও শীলপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলি। তাদের ভাষ্য অনুযায়ী নাসিরনগরে যা ঘটেছে, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা অশুভ শক্তির পরিকল্পিত ঘটনা। তিনি বলেন, এই এলাকায় প্রায় এক লাখ হিন্দু সম্প্রদায়ের লোকজন বংশপরমপরায় বসবাস করে আসছে। সব ধর্মের মানুষ মিলেমিশে সেখানে বসবাস করে আসছিল। বহির্বিশ্ব থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এমন ঘটনা ঘটানো হয় বলে প্রতীয়মান হয়েছে। তার মতে, সংখ্যালঘুদের ওপর হামলার সংস্কৃতি চালু করে বিএনপি। ’৯২ সালে ভারতের বাবরি মসজিদ ভাঙচুরের পর বাংলাদেশে ৩৯২টি মন্দিরে হামলা করে দলটি। ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে স্থানীয় থানার ওসি ও ইউএনওকে প্রত্যাহার চেয়েছেন। সঙ্গে সঙ্গে ওসি এবং পরবর্তীতে ইউএনওকে বদলি করা হয়েছে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারা হামলার দিন হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ১৪টি ট্রাকে কারা লোক এনেছিল, বিষয়টি খুঁজে বের করার দাবি জানিয়েছেন। আবার একটি অংশ এই ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার চেষ্টা করছে। কিন্তু ক্ষতিগ্রস্তরা আমাদের জানিয়েছেন, এই এলাকায় স্বাধীনতার পর কখনই বিএনপি জাতীয় নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তাই এখন থেকে পরিস্থিতি ঘোলাটে করতেই পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এনামুল হক শামীম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের জানিয়েছি, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাকে চূড়ান্ত শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখভাল করছেন। এ ছাড়াও দলীয় নেতা-কর্মীদের তাদের পাশে দাঁড়াতে বলেছি। তারা পাশে দাঁড়িয়েছেন।
শিরোনাম
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন