গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন হাতিরঝিলে বিজিএমএ ভবনের কথা উল্লেখ করে বলেছেন, আমরা আইনি প্রক্রিয়ায় জয়ী হয়েছি। নিজস্ব খরচে ওই ভবনটি বিজিএমইএকে ভাঙতে হবে। অন্যথায় তিনমাস পেরিয়ে গেলে আমরাই নিজস্ব পদ্ধতিতে ভবন ভাঙা শুরু করব। এতে যা খরচ হবে, তা বিজিএমইএ কর্তৃপক্ষকেই পরিশোধ করতে হবে। তিনি জিয়া-খালেদা-এরশাদ আমলে ঢাকার লেকগুলো দখলের অনুমতি দেওয়া হয়েছিল উল্লেখ করে বলেন, তাদের আমলেই ঢাকার লেকগুলো ভরাট করে বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। তাদের মন্ত্রীরাই এখন এসব বাড়ির মালিক। তৎকালীন সরকারের অনুমতি নিয়ে নির্মিত এসব ভবন এখন আর উচ্ছেদ করা সম্ভব নয়। গতকাল রাজধানীর বনানী লেকপাড়ে গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার জলাধার, স্রোতধার রক্ষার দায়িত্ব নেন। এই লেকে মানুষের বর্জ্য ভেসে বেড়াচ্ছে। এই বর্জ্য নির্দিষ্ট পাইপে নিষ্কাশনের দায়িত্ব ওয়াসার। রাজউকের নয়। অথচ তারা এ বিষয়ে সঠিক ব্যবস্থা না নেওয়ায় লেকের পানি নোংরা হচ্ছে। তিনি জানান, লেককে পরিবেশবান্ধব করতে রাজউক লেকের পাশেই একটি ট্রিটমেন্ট প্লান্ট করতে যাচ্ছে। এর মাধ্যমে পানিকে পরিষ্কার করা হবে। সেই পানি হাতিরঝিলে যাবে। লেক পাড়ে অবস্থিত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর নামে বরাদ্দ বাতিল হওয়া বাড়িটিও সরকার দখলে নেবে বলে তিনি জানান। মন্ত্রী জানান, রাজউকের নতুন প্রকল্পগুলোতে নিজস্ব এটিপি-তে পয়ঃনিষ্কাশন ও কঠিন বর্জ্য পরিশোধনের ব্যবস্থা রাখা হচ্ছে। এটি আধুনিক প্রক্রিয়া। এর ফলে ময়লা নেওয়ার জন্য ওয়াসা বা সিটি করপোরেশনের জন্য বসে থাকতে হবে না। মোশাররফ হোসেন, এখনো বিভিন্ন লেক দখলের যে চেষ্টা চলছে তা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন।
শিরোনাম
- মেট্রোরেল চলাচল শুরু
- সরকারের মধ্যে সব সময় একটা ‘শেকি’ ব্যাপার দেখা যায় : সারোয়ার তুষার
- মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার
- প্রথমবার মার্কিন রাজধানী সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
- তত্ত্বাবধায়ক বাতিলের রায় দিয়েই রাজনৈতিক সংকটের শুরু : আপিল বিভাগকে বিএনপি
- জেনেভা ক্যাম্পে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ পরিদর্শন
- কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের
- এবারের ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন চার সুবিধা ঘোষণা আমিরাতের
- বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু, ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব
- সিইসির সঙ্গে এনসিপির বৈঠক বিকালে
- এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেমলিন
- নীল রঙের কুকুর! বিজ্ঞানীরাও হতবাক
- শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা
- হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি
- কানাডায় এইম ইনিশিয়েটিভ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলন, যা বলছে ডিএমপি
- মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি
- ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত এক, আহত ২
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু, আহত ১