আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস বলেছেন, আমি জীবন দিয়ে হলেও নেত্রীর সম্মান রাখব, তার পাশে থাকব। জাতির জনকের হাতে গড়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছি অতীতে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবার আমাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেছেন। এজন্য আমি নেত্রীর প্রতি কৃতজ্ঞ। গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন লাভের পর গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মুকুল বোস বলেন, আমাকে যেখানেই কাজে লাগবেন সেখানেই কাজ করব। কোন পদে বসালেন সেটা বড় কথা নয়। বঙ্গবন্ধুকন্যার সঙ্গে কাজ করব এটাই বড় কথা। তিনি বলেন, আমার ভাই ১৯৭১ সালের ২৫ মার্চ হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছেন। আমি ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে ৭ বছর জেল খেটেছি। সভানেত্রী যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করেছেন তা জীবন দিয়ে হলেও রক্ষা করব। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করি তিনি যেন বঙ্গবন্ধুকন্যাকে দীর্ঘায়ু দেন। পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারেন। মুকুল বোস বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন বিশ্বের বিস্ময়। মুক্তিযুদ্ধের শক্তি আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারপ্রধান হওয়ার কারণেই দেশের উন্নয়ন হচ্ছে। তিনি আছেন বলেই জাতির জনকের খুনিদের বিচার ও রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। জাতি কলঙ্কমুক্ত হচ্ছে। কয়েকজনের রায় কার্যকর করা হয়েছে। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও চলছে—পৃথিবীর কোনো শক্তি নাই এই বিচার বন্ধ করতে পারে। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিএনপি বিতর্ক করছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের কাছ থেকে নাম প্রস্তাব নেওয়া হচ্ছে, এর মধ্য থেকেই নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে। এখানে বিতর্ক করা কিছু নেই। বিএনপি সার্চ কমিটি নিয়েও বিতর্ক করেছে। হয়তো ইসি নিয়েও করবে। কারণ, এদের কাজই বিতর্ক করা। জনগণের প্রতি তাদের আস্থা নেই বলেই সবকিছুতে বিতর্ক করে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
জীবন দিয়ে হলেও নেত্রীর পাশে থাকব
রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর