শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় দিনে চমক বাংলাদেশের

মেজবাহ্-উল-হক

দ্বিতীয় দিনে চমক বাংলাদেশের

বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় দিনে চমক দেখিয়েছে বাংলাদেশ। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ২৯তম স্থান থেকে উঠে এসেছেন পঞ্চমে। বিশ্বের তারকা গলফারদের সঙ্গে লড়াই করে ‘কাট’ (তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ) পেয়েছেন বাংলাদেশের ১০ গলফার। যেখানে প্রথম আসরে স্থানীয় গলফারদের মধ্যে ‘কাট’ পেয়েছিলেন ৬ জন, গত আসরে ছিল মাত্র ৫ জন। দ্বিতীয় রাউন্ড শেষে ১১ আন্ডার পার খেলে শীর্ষে থাইল্যান্ডের জাজ জানেওয়াতানন্দ। ১০ আন্ডার পার খেলে দ্বিতীয় স্থানে ভারতের শুভঙ্কর শর্মা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দুই থাই গলফার পানুফল পিতায়ারত ও রাতানন ওয়ানাশ্রীচার। প্রথম রাউন্ডেও শীর্ষে ছিলেন জাজ। তবে তার সঙ্গে ছিলেন শুভঙ্কর। গতকাল জাজ পারের চেয়ে চার শট কম খেলেছেন, আর শুভঙ্কর তিন শট কম খেলেছেন। এ কারণেই শীর্ষে উঠে গেছেন থাই গলফার। এখন তার লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা, ‘আমি খেলাটা এন্জয় করতে চেয়েছি। যদিও আগের দিনের চেয়ে একটু খারাপ হয়েছে। সকালে যে এতো ঠাণ্ডা হবে আমি বুঝতে পারিনি। বাংলাদেশে আমি কোনো গরম কাপড়ও নিয়ে আসিনি। তারপরেও ভালো খেলার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা থাকবে পরের দুই রাউন্ডেও ভালো খেলার।’ গতকাল চমক দেখিয়েছেন দুই থাই গলফার রাতানন ও মার্কিন গলফার কেমার। দুজনেই সাত আন্ডার পার করে খেলেছেন। রাতানন ১৫তম স্থান থেকে উঠে এসেছেন তৃতীয়তে, আর কেমার ৬০তম স্থান থেকে চতুর্থ। লিডার বোর্ডে দাপট দেখিয়েছেন সিদ্দিকুর রহমানও। পারের চেয়ে পাঁচ শট কম খেলে শিরোপা লড়াইয়ে ফিরেছেন। মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে কাট পাওয়া ১০ গলফারের মধ্যে দুজন রয়েছেন অ্যামাচার- সম্রাট শিকদার ও আকবর হোসেন। তবে তারকা গলফার সাখাওয়াত সোহেল একটুর জন্য কাট মিস করেছেন। এছাড়া পেশাদার গলফারদের মধ্যে সিদ্দিকুর ছাড়াও কাট পেয়েছেন দুলাল হোসেন (২২তম), সজীব আলী (৩১তম), জামাল হোসেন মোল্লা (৩১তম), মোহাম্মদ জিয়া (৩৬তম), মোহাম্মদ নাজিম (৩৬তম), বাদল হোসেন (৩৬তম) ও রবিন মিয়া (৬৩তম)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর