বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় দিনে চমক দেখিয়েছে বাংলাদেশ। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ২৯তম স্থান থেকে উঠে এসেছেন পঞ্চমে। বিশ্বের তারকা গলফারদের সঙ্গে লড়াই করে ‘কাট’ (তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ) পেয়েছেন বাংলাদেশের ১০ গলফার। যেখানে প্রথম আসরে স্থানীয় গলফারদের মধ্যে ‘কাট’ পেয়েছিলেন ৬ জন, গত আসরে ছিল মাত্র ৫ জন। দ্বিতীয় রাউন্ড শেষে ১১ আন্ডার পার খেলে শীর্ষে থাইল্যান্ডের জাজ জানেওয়াতানন্দ। ১০ আন্ডার পার খেলে দ্বিতীয় স্থানে ভারতের শুভঙ্কর শর্মা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দুই থাই গলফার পানুফল পিতায়ারত ও রাতানন ওয়ানাশ্রীচার। প্রথম রাউন্ডেও শীর্ষে ছিলেন জাজ। তবে তার সঙ্গে ছিলেন শুভঙ্কর। গতকাল জাজ পারের চেয়ে চার শট কম খেলেছেন, আর শুভঙ্কর তিন শট কম খেলেছেন। এ কারণেই শীর্ষে উঠে গেছেন থাই গলফার। এখন তার লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা, ‘আমি খেলাটা এন্জয় করতে চেয়েছি। যদিও আগের দিনের চেয়ে একটু খারাপ হয়েছে। সকালে যে এতো ঠাণ্ডা হবে আমি বুঝতে পারিনি। বাংলাদেশে আমি কোনো গরম কাপড়ও নিয়ে আসিনি। তারপরেও ভালো খেলার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা থাকবে পরের দুই রাউন্ডেও ভালো খেলার।’ গতকাল চমক দেখিয়েছেন দুই থাই গলফার রাতানন ও মার্কিন গলফার কেমার। দুজনেই সাত আন্ডার পার করে খেলেছেন। রাতানন ১৫তম স্থান থেকে উঠে এসেছেন তৃতীয়তে, আর কেমার ৬০তম স্থান থেকে চতুর্থ। লিডার বোর্ডে দাপট দেখিয়েছেন সিদ্দিকুর রহমানও। পারের চেয়ে পাঁচ শট কম খেলে শিরোপা লড়াইয়ে ফিরেছেন। মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে কাট পাওয়া ১০ গলফারের মধ্যে দুজন রয়েছেন অ্যামাচার- সম্রাট শিকদার ও আকবর হোসেন। তবে তারকা গলফার সাখাওয়াত সোহেল একটুর জন্য কাট মিস করেছেন। এছাড়া পেশাদার গলফারদের মধ্যে সিদ্দিকুর ছাড়াও কাট পেয়েছেন দুলাল হোসেন (২২তম), সজীব আলী (৩১তম), জামাল হোসেন মোল্লা (৩১তম), মোহাম্মদ জিয়া (৩৬তম), মোহাম্মদ নাজিম (৩৬তম), বাদল হোসেন (৩৬তম) ও রবিন মিয়া (৬৩তম)।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
দ্বিতীয় দিনে চমক বাংলাদেশের
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর