বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় দিনে চমক দেখিয়েছে বাংলাদেশ। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ২৯তম স্থান থেকে উঠে এসেছেন পঞ্চমে। বিশ্বের তারকা গলফারদের সঙ্গে লড়াই করে ‘কাট’ (তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ) পেয়েছেন বাংলাদেশের ১০ গলফার। যেখানে প্রথম আসরে স্থানীয় গলফারদের মধ্যে ‘কাট’ পেয়েছিলেন ৬ জন, গত আসরে ছিল মাত্র ৫ জন। দ্বিতীয় রাউন্ড শেষে ১১ আন্ডার পার খেলে শীর্ষে থাইল্যান্ডের জাজ জানেওয়াতানন্দ। ১০ আন্ডার পার খেলে দ্বিতীয় স্থানে ভারতের শুভঙ্কর শর্মা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দুই থাই গলফার পানুফল পিতায়ারত ও রাতানন ওয়ানাশ্রীচার। প্রথম রাউন্ডেও শীর্ষে ছিলেন জাজ। তবে তার সঙ্গে ছিলেন শুভঙ্কর। গতকাল জাজ পারের চেয়ে চার শট কম খেলেছেন, আর শুভঙ্কর তিন শট কম খেলেছেন। এ কারণেই শীর্ষে উঠে গেছেন থাই গলফার। এখন তার লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা, ‘আমি খেলাটা এন্জয় করতে চেয়েছি। যদিও আগের দিনের চেয়ে একটু খারাপ হয়েছে। সকালে যে এতো ঠাণ্ডা হবে আমি বুঝতে পারিনি। বাংলাদেশে আমি কোনো গরম কাপড়ও নিয়ে আসিনি। তারপরেও ভালো খেলার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা থাকবে পরের দুই রাউন্ডেও ভালো খেলার।’ গতকাল চমক দেখিয়েছেন দুই থাই গলফার রাতানন ও মার্কিন গলফার কেমার। দুজনেই সাত আন্ডার পার করে খেলেছেন। রাতানন ১৫তম স্থান থেকে উঠে এসেছেন তৃতীয়তে, আর কেমার ৬০তম স্থান থেকে চতুর্থ। লিডার বোর্ডে দাপট দেখিয়েছেন সিদ্দিকুর রহমানও। পারের চেয়ে পাঁচ শট কম খেলে শিরোপা লড়াইয়ে ফিরেছেন। মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে কাট পাওয়া ১০ গলফারের মধ্যে দুজন রয়েছেন অ্যামাচার- সম্রাট শিকদার ও আকবর হোসেন। তবে তারকা গলফার সাখাওয়াত সোহেল একটুর জন্য কাট মিস করেছেন। এছাড়া পেশাদার গলফারদের মধ্যে সিদ্দিকুর ছাড়াও কাট পেয়েছেন দুলাল হোসেন (২২তম), সজীব আলী (৩১তম), জামাল হোসেন মোল্লা (৩১তম), মোহাম্মদ জিয়া (৩৬তম), মোহাম্মদ নাজিম (৩৬তম), বাদল হোসেন (৩৬তম) ও রবিন মিয়া (৬৩তম)।
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি