বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় দিনে চমক দেখিয়েছে বাংলাদেশ। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ২৯তম স্থান থেকে উঠে এসেছেন পঞ্চমে। বিশ্বের তারকা গলফারদের সঙ্গে লড়াই করে ‘কাট’ (তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ) পেয়েছেন বাংলাদেশের ১০ গলফার। যেখানে প্রথম আসরে স্থানীয় গলফারদের মধ্যে ‘কাট’ পেয়েছিলেন ৬ জন, গত আসরে ছিল মাত্র ৫ জন। দ্বিতীয় রাউন্ড শেষে ১১ আন্ডার পার খেলে শীর্ষে থাইল্যান্ডের জাজ জানেওয়াতানন্দ। ১০ আন্ডার পার খেলে দ্বিতীয় স্থানে ভারতের শুভঙ্কর শর্মা। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন দুই থাই গলফার পানুফল পিতায়ারত ও রাতানন ওয়ানাশ্রীচার। প্রথম রাউন্ডেও শীর্ষে ছিলেন জাজ। তবে তার সঙ্গে ছিলেন শুভঙ্কর। গতকাল জাজ পারের চেয়ে চার শট কম খেলেছেন, আর শুভঙ্কর তিন শট কম খেলেছেন। এ কারণেই শীর্ষে উঠে গেছেন থাই গলফার। এখন তার লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা, ‘আমি খেলাটা এন্জয় করতে চেয়েছি। যদিও আগের দিনের চেয়ে একটু খারাপ হয়েছে। সকালে যে এতো ঠাণ্ডা হবে আমি বুঝতে পারিনি। বাংলাদেশে আমি কোনো গরম কাপড়ও নিয়ে আসিনি। তারপরেও ভালো খেলার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা থাকবে পরের দুই রাউন্ডেও ভালো খেলার।’ গতকাল চমক দেখিয়েছেন দুই থাই গলফার রাতানন ও মার্কিন গলফার কেমার। দুজনেই সাত আন্ডার পার করে খেলেছেন। রাতানন ১৫তম স্থান থেকে উঠে এসেছেন তৃতীয়তে, আর কেমার ৬০তম স্থান থেকে চতুর্থ। লিডার বোর্ডে দাপট দেখিয়েছেন সিদ্দিকুর রহমানও। পারের চেয়ে পাঁচ শট কম খেলে শিরোপা লড়াইয়ে ফিরেছেন। মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে কাট পাওয়া ১০ গলফারের মধ্যে দুজন রয়েছেন অ্যামাচার- সম্রাট শিকদার ও আকবর হোসেন। তবে তারকা গলফার সাখাওয়াত সোহেল একটুর জন্য কাট মিস করেছেন। এছাড়া পেশাদার গলফারদের মধ্যে সিদ্দিকুর ছাড়াও কাট পেয়েছেন দুলাল হোসেন (২২তম), সজীব আলী (৩১তম), জামাল হোসেন মোল্লা (৩১তম), মোহাম্মদ জিয়া (৩৬তম), মোহাম্মদ নাজিম (৩৬তম), বাদল হোসেন (৩৬তম) ও রবিন মিয়া (৬৩তম)।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
দ্বিতীয় দিনে চমক বাংলাদেশের
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর