চলতি বছর শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ (ইনক্রিমেন্ট দেওয়া হবে) হারে বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আগামী নির্বাচনের আগেই ২০১৮ সাল থেকে নতুন পদ্ধতিতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় করা হবে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, নতুন নিয়ম অনুযায়ী বেতন সমন্বয় মূল্যস্ফীতির ওপর নির্ভর করবে, বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে ২০১৮ সাল থেকে এটি চালু হবে। আর ২০১৭ সালের বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ চলমান থাকবে। স্থায়ী পে-কমিশন আর থাকবে না। কোনো বছর বেতন বাড়বে, আবার কোনো বছর বাড়বে না। কারণ মূল্যস্ফীতি ৫ শতাংশের কম হলে বেতন বাড়বে না। কেবল যে বছর মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হবে সে বছরই বেতন সমন্বয় হবে। এ সংক্রান্ত একটি কমিটি করা হচ্ছে, কমিটি তিন মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। এর আগে গত ২০১৫ সালের ৮ জুলাই সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার। যা বর্তমানে কার্যকর রয়েছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের ভিউ হচ্ছে আর কোনো বেতন কমিশন চাই না। গত বেতন কমিশনের মেইন কারণ ছিল আমাদের বেতন স্কেল অন্যান্য দেশের স্কেল থেকে ভিন্ন ছিল। আমাদের সিসটেম থেকে ভালো সিসটেম উন্নয়নশীল দেশগুলোর সর্বত্রই আছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘নিউ সিস্টেম সুড বি প্লেসড বিফর উই লিভ। ভবিষ্যতের সরকারের জন্য আমাদের কিছু রেখে যেতে হবে। তারা বলবে ওটা শেষ করে গেল অন্য উপায় তো বাতলে দিল না। সো দ্যাট মিনস উই হ্যাভ ফাইনালাইজড ইট নেক্সড ইয়ার।’
শিরোনাম
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
- আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- গোপন প্রতিরক্ষা নথি কাছে রাখায় যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত গ্রেফতার
- বগুড়ার শেরপুরে নবাগত ইউএনও মনজুরুল আলমের যোগদান
- ফুলবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- ভারতে চিকিৎসা নিতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
- নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
- চার্লি কার্কের সমালোচনা করায় ছয় বিদেশির মার্কিন ভিসা বাতিল
- ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করলো যুক্তরাষ্ট্র
- ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তিনজনের কারাদণ্ড
- মিরপুরে রাসায়নিকের গোডাউন থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে : ফায়ার সার্ভিস
- রাকসুতে যতজন ভোটার তত ব্যালট, কেন্দ্রে তিন স্তরে ভোটারদের যাচাই
- শার্শায় ভ্যানচালক ‘হত্যার’ প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
- মিরপুরে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন, আর্থিক সহায়তার ঘোষণা
- ‘জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার’
- আগামী ১০ কর্মদিবসের মধ্যে পাস হচ্ছে জকসু সংবিধি
- রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কিছু কর্মকর্তার আচরণ প্রশ্নবোধক : ডা. জাহিদ
- হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রিমান্ডে
- নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি