সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সরকারি বেতন বাড়বে ৫ শতাংশ : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারি বেতন বাড়বে ৫ শতাংশ : অর্থমন্ত্রী

চলতি বছর শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ শতাংশ (ইনক্রিমেন্ট দেওয়া হবে) হারে বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আগামী নির্বাচনের আগেই ২০১৮ সাল থেকে নতুন পদ্ধতিতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় করা হবে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, নতুন নিয়ম অনুযায়ী বেতন সমন্বয় মূল্যস্ফীতির ওপর নির্ভর করবে, বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে ২০১৮ সাল থেকে এটি চালু হবে। আর ২০১৭ সালের বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ চলমান থাকবে। স্থায়ী পে-কমিশন আর থাকবে না। কোনো বছর বেতন বাড়বে, আবার কোনো বছর বাড়বে না। কারণ মূল্যস্ফীতি ৫ শতাংশের কম হলে বেতন বাড়বে না। কেবল যে বছর মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হবে সে বছরই বেতন সমন্বয় হবে। এ সংক্রান্ত একটি কমিটি করা হচ্ছে, কমিটি তিন মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। এর আগে গত ২০১৫ সালের ৮ জুলাই সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার। যা বর্তমানে কার্যকর রয়েছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের ভিউ হচ্ছে আর কোনো বেতন কমিশন চাই না। গত বেতন কমিশনের মেইন কারণ ছিল আমাদের বেতন স্কেল অন্যান্য দেশের স্কেল থেকে ভিন্ন ছিল। আমাদের সিসটেম থেকে ভালো সিসটেম উন্নয়নশীল দেশগুলোর সর্বত্রই আছে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘নিউ সিস্টেম সুড বি প্লেসড বিফর উই লিভ। ভবিষ্যতের সরকারের জন্য আমাদের কিছু রেখে যেতে হবে। তারা বলবে ওটা শেষ করে গেল অন্য উপায় তো বাতলে দিল না। সো দ্যাট মিনস উই হ্যাভ ফাইনালাইজড ইট নেক্সড ইয়ার।’

সর্বশেষ খবর