বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জিয়া পরিবারকে নিশ্চিহ্নের পরিকল্পনা নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য আওয়ামী লীগের নেই। আমরা কেন নিশ্চিহ্ন করতে যাব!’ তিনি বলেন, ‘বিএনপি একটি বড় দল। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে থাকলে কোনো ক্ষতি নেই। গণতন্ত্র দুই চাকার বাইসাইকেল। একদিকে সরকারি দল, অন্যদিকে বিরোধী দল। বিরোধী দলকে বাদ দিয়ে তো সংসদীয় গণতন্ত্র হয় না। কাজেই এখানে আমাদের কোনো সমস্যা নেই। জিয়া পরিবারই বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র করেছে।’ গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে জিয়া পরিবারের কেউ অংশগ্রহণ না করায় বিএনপির রাজনীতিতে জিয়া পরিবার নিশ্চিহ্ন হওয়ার পথে কিনা— সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার পাপে আমি আজকে ভিকটিম হচ্ছি, আমার অন্যায়ে আজকে আমি ভিকটিম হচ্ছি। এতে অন্যদের কী করার আছে? আপনি অপরাধ করেছেন, এতিমের টাকা আত্মসাৎ করেছেন, মামলা হয়েছে। ১০ বছর মামলাটাকে বিলম্বিত করা হয়েছে, রায় বিরুদ্ধে গেছে। হাতেনাতে প্রমাণ আছে, এটা আদালতের সিদ্ধান্ত।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বস্তসূত্রে খবর পেয়ছি এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছে, বিএনপি এবার মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে। তাদের কোনো কোনো নেতা ঢাকা থেকে পালিয়ে গেছেন।’ নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কতজন আছেন, ২৭৮ জন আছেন। বিএনপির ৫৫৫ জন আছেন। ইলেকশন করবেন কজন? ৩০০ আসনের মধ্যে ঐক্যফ্রন্ট আছে, শরিকরা আছে। সবাই কি বিএনপির? তাহলে ধরুন ৩০০ জন প্রার্থী হবেন, ৫৫৫ জন কোথা থেকে এলেন? বাদ যাওয়া প্রার্থী ঋণখেলাপি, দণ্ডিত, তাদেরও মনোনয়ন দিতে গেছে। ১৪১ জন বাদ পড়ার পরও ৫৫৫ জনের নাম রয়ে গেছে। এটা কি মনোনয়ন বাণিজ্য নয়?’ সাতকানিয়ার এমপি প্রার্থী আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এক নির্বাচনী সভায় বলেছেন, ‘নির্বাচনে জিতলে সবাই মিলে ভাগ করে খাব’। এ বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি বিষয়টি জানি না, খোঁজখবর নিয়ে দেখি। তবে সাইবার অপরাধ চলছে। আসলেই উনি এসব বলেছেন কিনা তা খতিয়ে দেখব।’ এ সময় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর