প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আরব আমিরাতের শাসক ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল দুপুরে রাজকীয় প্রাসাদে আমিরাতের প্রধানমন্ত্রী ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান শেখ হাসিনা। এর আগে সকালে প্রধানমন্ত্রী আবুধাবি এক্সিবিশন সেন্টারে আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন। আবুধাবি থেকে বিডিনিউজ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে বিনিয়োগের নতুন গন্তব্য হিসেবে চিহ্নিত করেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি শ্রমবাজার নিয়ে বাংলাদেশের আগ্রহকেও গুরুত্বের সঙ্গে তারা বিবেচনা করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাত শাসকদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে গত রবিবার আবুধাবি সফরে আসেন শেখ হাসিনা। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশকে সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগের একটা বড় নতুন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে- এ কথা দুবাইয়ের শাসক বার বার বলেছেন। একই সঙ্গে বলেছেন, জনশক্তির বিষয়টি তারা ওপেনলি কনসিডার করবেন। পররাষ্ট্র সচিব জানান, ক্রাউন প্রিন্স লেবার মার্কেট এবং বিনিয়োগের বিষয়টি নিজে দেখবেন বলে জানিয়েছেন। ক্রাউন প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) সব বিষয়েই গুরুত্ব পাবেন। ক্রাউন প্রিন্স বাংলাদেশ সফরে আসবেন বলেও আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্র সচিব জানান, শ্রমবাজার নিয়ে আজ সকালে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা হবে। দুবাইয়ের শাসকের সঙ্গে বৈঠকের পর আবুধাবির বাহার প্যালেসে ইউএইর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রয়্যাল প্যালেসে ক্রাউন প্রিন্স নাহিয়ানের সঙ্গে বৈঠকে বঙ্গবন্ধুর আবুধাবি সফরের সময় ইউএইর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে বঙ্গবন্ধুর একটি ছবি প্রধানমন্ত্রী তাকে উপহার দেন। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীকে প্রিন্স নাহিয়ান মজলিশে নিয়ে যান। মজলিশ সপ্তাহে একদিন বসে। সচরাচর মজলিশে তারা পরিচয় করিয়ে দেন। অতিথি চলে গেলে তারা বৈঠক করতে থাকেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে বললেন, আপনি আমার পাশেই বসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মান দিয়েছেন। বিনিয়োগ ও শ্রমবাজার ছাড়াও রোহিঙ্গা সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স আলোচনা করেছেন বলে তিনি জানান। খুবই উষ্ণ একটা সংবর্ধনা ছিল। বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।
শিরোনাম
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
বাংলাদেশ সফরে আগ্রহী ক্রাউন প্রিন্স
শেখ হাসিনাকে সব বিষয়ে গুরুত্ব দেবে আমিরাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর