দেশে শিক্ষার্থীদের পার্লামেন্টখ্যাত ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোনো কর্মকা- যেন ভাবমূর্তিতে আঘাত না হানে, কর্তৃপক্ষকে সে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ না করে নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা দেখতে চাই। বহুল প্রত্যাশিত সুষ্ঠু ও স্বচ্ছ ডাকসু নির্বাচনের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুন্দরভাবে পালন করতে হবে।’ ডাকসু নির্বাচন নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ নির্বাচনে গণমাধ্যমের কর্মীরা যাতে নির্বিঘ্ন ভাবে দায়িত্ব পালন করতে পারেন সে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ডাকসু নির্বাচনের দিকে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নয়, সারা দেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ তাকিয়ে আছেন। অনেক বছর পর বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে ছাত্রপ্রতিনিধি নির্বাচিত হবে, এটাই প্রত্যাশিত। আর নির্বাচিত ছাত্র নেতৃত্ব সুন্দরভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ডাকসুর গৌরব ফিরিয়ে আনুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক মনে করেন, ‘ডাকসুতে সুষ্ঠু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সবই করতে হবে। আমরা প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অত্যন্ত জরুরিভাবে দরকার। পরস্পরের ওপর নির্ভরশীল ছাত্র-শিক্ষকের সুসম্পর্ক ধরে রাখতে ডাকসুতে স্বচ্ছ ছাত্রপ্রতিনিধিত্ব দেখতে চাই। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিতে যাতে কোনো আঘাত না পড়ে।’ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ডাকসু ঘিরে রয়েছে সারা দেশের মানুষের প্রতাশা। তাই এ নির্বাচন কোনোভাবেই যাতে হতাশার কিছু না হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দেখতে চাই।’ তিনি ফজলুল হক হলের প্রাধ্যক্ষের পদ থেকে অধ্যাপক ড. মিজানুর রহমানের পদত্যাগের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, অধ্যাপক ড. মিজানুর রহমানের পদত্যাগে বাধ্য হওয়া বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তার মর্যাদাহানির বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে অধ্যাপক ড. মিজানুর রহমানকে পুনরায় স্বপদে ফিরিয়ে দিতে হবে। এসব কিছু বিবেচনায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসুর সুষ্ঠু নির্বাচন করতে হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন না
রুহুল আমিন রাসেল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর