সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

উপাচার্য নিরপেক্ষ থাকলেই সমাধান হয় অনেক সমস্যার

জুলকার নাইন

উপাচার্য নিরপেক্ষ থাকলেই সমাধান হয় অনেক সমস্যার

ড. এস এম এ ফায়েজ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দলীয় ভিত্তিতে নিয়োগ পেতেই পারেন। কিন্তু নিয়োগ পাওয়ার পর তার পক্ষে আর দলীয় থাকার সুযোগ নেই। আসলে একজন উপাচার্য যদি নিরপেক্ষ ভূমিকায় থাকেন, তাহলে বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে তার অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

মৃত্তিকাবিজ্ঞানী অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বলতে আমরা বুঝি, যেখানে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষার প্রতি গভীরভাবে মনোনিবেশ করছে। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। কা ারি হিসেবে তাকেই শিক্ষার পরিবেশ রক্ষা করতে হবে। চেয়ারের মোহে তাকে সেই চেয়ারের সম্মান রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘একজন উপাচার্যকে মেধা দারুণভাবে ধারণ করতে হবে। মেধার মূল্যায়ন করতে হবে। তাকে দৃঢ়তা, সততা ও মূল্যবোধ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মেধার ভিত্তিতে সব দলের ও মতের শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে হবে। তার নৈতিক অবস্থান হবে দৃঢ়।’ সাম্প্রতিক সময়ে কয়েকটি বিশ্ববিদ্যালয় অস্থিরতায় বন্ধ হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ফায়েজ বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে সবচেয়ে বড় ক্ষতি শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যে বাধা পড়ে তা তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাই বিশ্ববিদ্যালয়ে যেন এ ধরনের অবস্থা না আসে সে জন্য আগে থেকেই উপাচার্যকে সচেতন থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর