বুধবার, ৮ মে, ২০১৯ ০০:০০ টা

খাদ্য ভেজালমুক্তে দরকার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

খাদ্য ভেজালমুক্তে দরকার মৃত্যুদণ্ড

বেনজীর আহমেদ

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, যারা খাদ্যে ভেজাল মেশাবে তাদের বিরুদ্ধে মৃত্যুদন্ডের বিধান করতে হবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রমজান এলে প্রতি বছর বেড়ে যায় কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দাম। তবে এ বছর দ্রব্যমূল্য নিয়ে বিড়ম্বনা এড়িয়ে জনমনে স্বস্তি দিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজন করে পরিমিত ক্রয় ক্যাম্পেইন, যেখানে স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে শসা, বেগুন, কাঁচামরিচ, টমেটোসহ বেশ কয়েকটি পণ্য। ক্যাম্পেইনে অংশ নিয়ে বেনজীর আহমেদ বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দ্রব্যমূল্য বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য আইন-২০১৩ সংশোধন করে এতে মৃত্যুদন্ডের বিধান অন্তর্ভুক্ত করতে হবে, যাতে খাদ্যে কেউ ভেজাল মেশাতে সাহস না পায়। তিনি বলেন, ‘খাদ্যে ভেজালকারীরা খুনি। তাদের সার্জারি করার মতো আলাদা করে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। ভেজাল প্রতিরোধে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রমজান আসা মানেই পণ্যের দাম বেড়ে যাওয়া- আমরা এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।’ পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রামে মাত্র ১৫০ টাকায় দুই দিনের ইফতারের কাঁচা বাজার পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে শসা ৫০০ গ্রাম, বেগুন ৫০০ গ্রাম, লেবু চারটি, আলু এক কেজি, পেঁয়াজ এক কেজি, কাঁচামরিচ ৩০০ গ্রাম, টমেটো ৫০০ গ্রাম ও গাজর ৫০০ গ্রাম।

সর্বশেষ খবর