সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

বুথ ফেরত জরিপে মোদি ফের প্রধানমন্ত্রী

মানতে নারাজ বিরোধীরা, ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বুথ ফেরত জরিপে মোদি ফের প্রধানমন্ত্রী

ভারতের সপ্তদশ লোকসভা ভোটের পর একজিট পোল (বুথ ফেরত) জরিপে ফের নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। মোট ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩০৩টি আসন পেতে পারে। রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১২৬টি আসন। অন্য আঞ্চলিক দলগুলো পেতে পারে ১১৮ আসন। ভারতের বেসরকারি টিভি চ্যানেল সবকটি একজিট পোলের গড় নিয়ে এই সংখ্যায় পৌঁছেছে। এনডিএর সংখ্যা তিনশর কম হতে পারে। পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৪, বিজেপি ১৪ এবং কংগ্রেস দুটি। তবে ভারতের রাজনৈতিক দলগুলো এই জরিপ মানতে নারাজ। তাদের মতে, লোকসভা ভোটের ফল ত্রিশঙ্কু হবেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই একজিট পোল খারিজ করে দিয়েছেন। হিন্দি বলয়ের বড় রাজ্য উত্তরপ্রদেশে বিজেপি ধাক্কা খাবে। ৮০টি আসনের মধ্যে বিজেপি গতবার পেয়েছিল ৭৩টি। এবার পেতে পারে ৪০। কংগ্রেস দুটি এবং অবশিষ্ট মায়াবতী-অখিলেশ জোট পেতে পারে ৩৪টি। উত্তরপ্রদেশে আমেথি ও রায়বেরিলি থেকে রাহুল এবং সোনিয়া গান্ধী জয়ী হবেন। যেমন বারানসীতে মোদির জয় নিয়ে কোনো সংশয় নেই। জরিপে দেখানো হয়েছে, উত্তরপ্রদেশে বিজেপির যে লোকসান হবে তা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা থেকে পূরণ হবে। হিন্দি বলয়ের অন্য তিন রাজ্য মধ্যপ্রদেশ-রাজস্থান-চত্তিশগড়ে বিজেপি গতবারের ফল পুনরাবৃত্তি করবে। এই রাজ্যগুলোতে কংগ্রেস বিধানসভায় জয়ী হয়েছিল। সেই জয় কংগ্রেস ধরে রাখতে পারছে না। ভারতে সব সময় একজিট পোল সঠিক হয়েছে তা নয়। এমনকি গত লোকসভা ভোটে যে সংখ্যা দেওয়া হয়েছিল তার থেকে বেশি পেয়েছিল বিজেপি। তেমনি ২০০৪ সালে অটল বিহারি বাজপেয়িকে তিনশ আসন দেওয়া হয়েছিল। কিন্তু বাজপেয়ি শেষ পর্যন্ত হেরে যান। ভারতের বেসরকারি চ্যানেলের মধ্যে অধিকাংশই বিজেপিকে তিনশর বেশি আসন দিচ্ছে। এর মধ্যে কয়েকটি চ্যানেল তিনশর কম দিচ্ছে। এদের সবার ফল নিয়ে গড় করার পরই এনডিটিভি এই ফল দেখিয়েছে। ভারতের দক্ষিণ রাজ্যে কংগ্রেস অত্যন্ত ভালো ফল করলেও মধ্য থেকে উত্তর ভারতে বিজেপি অনেক বেশি আসন পেতে চলেছে। কেরালায় রাহুল গান্ধী ওয়েনাড় জয়ী হবেন এবং মোট ২০টির মধ্যে ১৭ আসন পেতে পারেন।

সর্বশেষ খবর