বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ব্যাংকে টাকা, হাসপাতালে চিকিৎসা নেই

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকে টাকা, হাসপাতালে চিকিৎসা নেই

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীরবিক্রম বলেছেন, দেশ স্বাধীন হলেও জনগণ স্বাধীন হয়নি। দেশে হাসপাতাল আছে, ডেঙ্গু রোগীর চিকিৎসা নেই, মশা মারার ওষুধ নেই। আদালত আছে বিচার নেই, কথা বলার অধিকার নেই। গালাগালি ছাড়া বক্তব্য নেই, পার্লামেন্ট আছে বিরোধী দল নেই। ব্যাংকে টাকা নেই, ভয়াবহ বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ নেই। কারও মাথাব্যথা নেই। এ অবস্থা থেকে দেশকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। এ জন্য সবাইকে কাজ করতে হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল জাতীয় মুক্তি মঞ্চ আয়োজিত ‘দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি-উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক। আলোচনায় অংশ নেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ, সরকারের সাবেক সচিব মোফাজ্জল করিম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মহিউদ্দিন প্রমুখ। অলি আহমদ বলেন, আমাদের দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। আমরা একে অপরকে দোষারোপের রাজনীতি করে কখনো দেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব না। সবাইকে সত্য উপলব্ধি করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়নি। বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ও নির্বাচনকালীন জনগণ বিভিন্নভাবে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছে। কারণ দেশ স্বাধীন হয়েছে, জনগণ স্বাধীন হয়নি।

সর্বশেষ খবর