বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দৃশ্যমান ও অদৃশ্যমান ডেঙ্গু দেখছি ১০-১১ বছর ধরে। সে ডেঙ্গুর কামড়ে দেশে গণতন্ত্র নেই। আরেক ডেঙ্গুর কামড়ে খালেদা জিয়া ছটফট করছেন জেলখানায়, সেখানে ওষুধ নেই। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, আইন এবং নিয়ম বহির্ভূত যত ধরনের নির্যাতন আছে তা বেগম খালেদা জিয়ার ওপরে চলছে। কিন্তু আমরা নির্বাক তাকিয়ে আছি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘ডেঙ্গু ভয়াবহতা : জনআতঙ্ক ও সরকারের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সহসভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, ফরিদা মনি শহিদুল্লাহ, কে এম রকিবুল ইসলাম রিপন, মহানগর বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে সরকারের নৈতিক ভিত্তি নেই, কোনো জনসমর্থন নেই, দায়বদ্ধতা নেই, সেই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তিনি বলেন, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মুক্ত করতে হবে। কিন্তু আন্দোলন না করলে খালেদা জিয়া মুক্তি পাবেন না। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিন। নিশ্চয়ই দল আপনাদের ডাক দেবে। গয়েশ্বর চন্দ্র বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটা তারা নেয়নি। সরকার সঠিকভাবে ব্যবস্থা নিলে আজ ডেঙ্গুর এই অবস্থা হতো না। বিএনপির এই নীতিনির্ধারক বলেন, বেগম খালেদা জিয়ার তো জেলে যাওয়ারই কথা নয়। যখন জেলে নেওয়া হয়েছে তখন কি আর তাকে মুক্তি দেওয়া হবে? তিনি আরও বলেন, ডেঙ্গুর কামড়ে মানুষ মরে পাঁচ-সাত দিনে। কিন্তু খালেদা জিয়াকে যে ডেঙ্গু কামড় দিয়েছে, তা তার মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বে না। কিন্তু আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে চাই। তার জন্য আমাদের চেষ্টা ও তা প্রতিজ্ঞা করতে হবে। তিনি আরও বলেন, এই সরকারের কাছ থেকে খালেদা জিয়ার মুক্তি তো দূরের কথা, একজন সাধারণ মানুষের মুক্তিও পাওয়া যাবে না। আইন, শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা সম্পূর্ণভাবে আজ এই ডেঙ্গুর হাতে। এখানে কিছু করার নেই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। যে আন্দোলনে সরকার মুক্তি দিতে বাধ্য হবে বিএনপিকে সেই আন্দোলনই করতে হবে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া