সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন কমিশন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত এবং ঘণ্টা খানেকের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে আগুন           নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত ১১টা ৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়। পরে আরও ৫টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। ১ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ছোট্ট ধরনের এ অগ্নিকান্ডে  ইভিএম যন্ত্রপাতির কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। বড় ধরনের শঙ্কা করছি না আমরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও জানান, ভোটার ডেটাবেইজের কোনো ক্ষতি হবে না। ভবনের ১১ তলায় এনআইডি ডেটাবেইজ রয়েছে। রাত দেড়টায় নির্বাচন কমিশনার    মাহবুব তালুকদার উপস্থিত সাংবাদিকদের বলেন, অপ্রত্যাশিত এ ঘটনায় তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমার নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন্স লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে অগ্নিকান্ডের কারণ সম্পর্কে জানা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর