বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাজ্য। গতকাল আলাদা বিবৃতিতে এ হত্যাকান্ডের নিন্দার পাশাপাশি বিচার প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু তদন্তের ওপর জোর দেওয়া হয়েছে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ‘মুক্তভাবে নিজের মত প্রকাশের জন্য বুয়েটের তরুণ ছাত্রকে খুন করার নিন্দা জানায় জাতিসংঘ। বাংলাদেশে শিক্ষাঙ্গনে চলমান বহু বছরের সহিংসতায় অনেকে প্রাণ হারিয়েছেন; যেসব ঘটনায় দায়ীদের দৃশ্যত দায়মুক্তি দেওয়া হয়েছে।’ সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারে কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে সংস্থাটি স্বাধীন তদন্তের ওপর জোর দিয়েছে। যার ফলে ‘সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার’ এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত হয়। এদিকে বুয়েটে হত্যাকান্ডে র ঘটনায় ‘শোক’ ও ‘দুঃখ প্রকাশ’ করে ফেসবুক পোস্টে ব্রিটিশ হাইকমিশন বলেছে, ‘মুক্তবাক, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে যুক্তরাজ্যের নিঃশর্ত অবস্থান রয়েছে।’