শুরু থেকে শেষ পর্যন্ত পেন্ডুলামের মতো দুলেছে নাগপুরের সিরিজ নির্ধারণী টি-২০ ম্যাচটি। মোহাম্মদ নাঈম শেখের দুরন্ত ব্যাটিংয়ে কখনো জয়োৎসবের আগাম মঞ্চ তৈরি করেছে বাংলাদেশ। কখনো আবার ভারত। তবে দিন শেষে টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। স্বাগতিকদের সিরিজ জিততে বিধ্বংসী বোলিং করেন মিডিয়াম পেসার দীপক চাহার। অফ কাটার, লেগ কাটার ও দুরন্ত ইয়র্কারে বাংলাদেশের ব্যাটিং লেজ শুধু মুড়েই দেননি চাহার, ৭ রানে ৬ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। ভেঙেছেন অজন্তা মেন্ডিসের ৮ রানে ৬ রানের রেকর্ডটি। চাহারের বিশ্বরেকর্ডের জন্য মাহামুদুল্লাহরা লিখতে পারেননি সোনালি ইতিহাস। টি-২০ সিরিজ শেষে বাংলাদেশ এখন ইন্দোরে। ১৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে টেস্ট সিরিজ। দিল্লির দম বন্ধ করা বায়ুদূষণে বাংলাদেশ সিরিজ প্রথম জিতেছিল ৭ উইকেটে। ম্যাচটি জিতিয়েছিলেন মুশফিকুর রহিম। রাজকোটে ভারতে সিরিজে ফেরান অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ ক্যারিয়ারের শততম ম্যাচটি তিনি জেতান ৮ উইকেটে। প্রথম দুই ম্যাচে দুই দলের জয়ে সমতা আসে সিরিজে। নাগপুরের ম্যাচটি দাঁড়ায় তখন অলিখিত ফাইনালে। লোকেশ রাহুলের ৩৫ বলে ৫২ ও আইয়ারস শ্রেয়ারের ৩৩ বলে ৬২ রানে ভর করে ভারত সংগ্রহ করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান। ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে ১০.১ ওভারে ৯৮ রান যোগ করে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান। দলীয় ১১০ রানে মোহাম্মদ মিথুন ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরলে ম্যাচে ফিরে ভারত। এরপর ইতিহাস। চাহার বিধ্বংসী বোলিং করে একে একে তুলে নেন নাঈম শেখ, মুশফিক, মাহমুদুল্লাহসহ ৬ টাইগার ব্যাটসম্যানের উইকেট। চাহারের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৪৮ বলে ৮১ রানের আলো ঝলমলে ব্যাটিং করেন নাঈম। গোটা সিরিজে ২০ বছর বয়সী নাঈম ছিলেন দুরন্ত। দিল্লিতে ২৬, রাজকোটে ৩৬ রানের পর নাগপুরে খেলেন ৮১ রানের ঝকমকে ইনিংস।
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
টাইগারদের স্বপ্নভঙ্গ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর