শুরু থেকে শেষ পর্যন্ত পেন্ডুলামের মতো দুলেছে নাগপুরের সিরিজ নির্ধারণী টি-২০ ম্যাচটি। মোহাম্মদ নাঈম শেখের দুরন্ত ব্যাটিংয়ে কখনো জয়োৎসবের আগাম মঞ্চ তৈরি করেছে বাংলাদেশ। কখনো আবার ভারত। তবে দিন শেষে টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। স্বাগতিকদের সিরিজ জিততে বিধ্বংসী বোলিং করেন মিডিয়াম পেসার দীপক চাহার। অফ কাটার, লেগ কাটার ও দুরন্ত ইয়র্কারে বাংলাদেশের ব্যাটিং লেজ শুধু মুড়েই দেননি চাহার, ৭ রানে ৬ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। ভেঙেছেন অজন্তা মেন্ডিসের ৮ রানে ৬ রানের রেকর্ডটি। চাহারের বিশ্বরেকর্ডের জন্য মাহামুদুল্লাহরা লিখতে পারেননি সোনালি ইতিহাস। টি-২০ সিরিজ শেষে বাংলাদেশ এখন ইন্দোরে। ১৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে টেস্ট সিরিজ। দিল্লির দম বন্ধ করা বায়ুদূষণে বাংলাদেশ সিরিজ প্রথম জিতেছিল ৭ উইকেটে। ম্যাচটি জিতিয়েছিলেন মুশফিকুর রহিম। রাজকোটে ভারতে সিরিজে ফেরান অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ ক্যারিয়ারের শততম ম্যাচটি তিনি জেতান ৮ উইকেটে। প্রথম দুই ম্যাচে দুই দলের জয়ে সমতা আসে সিরিজে। নাগপুরের ম্যাচটি দাঁড়ায় তখন অলিখিত ফাইনালে। লোকেশ রাহুলের ৩৫ বলে ৫২ ও আইয়ারস শ্রেয়ারের ৩৩ বলে ৬২ রানে ভর করে ভারত সংগ্রহ করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান। ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে ১০.১ ওভারে ৯৮ রান যোগ করে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান। দলীয় ১১০ রানে মোহাম্মদ মিথুন ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরলে ম্যাচে ফিরে ভারত। এরপর ইতিহাস। চাহার বিধ্বংসী বোলিং করে একে একে তুলে নেন নাঈম শেখ, মুশফিক, মাহমুদুল্লাহসহ ৬ টাইগার ব্যাটসম্যানের উইকেট। চাহারের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৪৮ বলে ৮১ রানের আলো ঝলমলে ব্যাটিং করেন নাঈম। গোটা সিরিজে ২০ বছর বয়সী নাঈম ছিলেন দুরন্ত। দিল্লিতে ২৬, রাজকোটে ৩৬ রানের পর নাগপুরে খেলেন ৮১ রানের ঝকমকে ইনিংস।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
টাইগারদের স্বপ্নভঙ্গ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর