মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়ক পরিবহন আইন কার্যকরে প্রস্তুতি দুর্বল

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন আইন কার্যকরে প্রস্তুতি দুর্বল

ড. সামছুল হক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সামছুল হক বলেছেন, নতুন সড়ক আইন কার্যকর করার আগে সে সম্পর্কিত যাবতীয় প্রস্তুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পন্ন করতে হবে। কিন্তু সে প্রস্তুতি খুবই দুর্বল। ভারী গাড়ির চালক নেই, চালক তৈরির উদ্যোগ নেই, ফিটনেসবিহীন বাস, লেগুনা, নছিমন সরিয়ে নিলে বিকল্প কোনো ব্যবস্থা নেই। রেগুলেটরি যে কর্তৃপক্ষ আছে তারা অন্ধভাবে চলছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, আইন প্রয়োগ করতে গেলে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সে বিষয়টি তাদের আগে ভাবতে হতো। ২০১০ সালে এই আইন তৈরি হয়েছে। এক বছর আগে পাস হয়েছে। এই দীর্ঘ সময় কি তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল না? জনগণ যখন এসব ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের ওপর নির্ভর হয়েছে তখন আইন কার্যকরের প্রতিবন্ধকতা তারা বুঝতে পেরেছে। সমস্যা সৃষ্টি হওয়ার আগে রেগুলেটরি কর্তৃপক্ষের নজরে কিছুই পড়েনি। তাদের দূরদর্শিতা, পেশাদারিত্বের অভাবে এখন পরিবহন খাত জিম্মি হয়ে পড়ছে। রেগুলেটরি কর্তৃপক্ষ তৈরি করা হয় যাতে তারা আগে থেকেই ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন সমস্যার বিষয়ে ভাবে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবে। কিন্তু তারা কিছুই করেনি। মেগাসিটি বানানো হয়েছে, কিন্তু একটা ইন্টারসিটি টার্মিনাল নেই, পার্কিংয়ের ব্যবস্থা নেই। তাই প্রস্তুতি না থাকায় আইন কার্যকর করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।

সর্বশেষ খবর