শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনকাউন্টারে ভারতে চিকিৎসক ধর্ষণের চার আসামি নিহত

প্রতিদিন ডেস্ক

ভারতের তেলেঙ্গানায় এক নারী পশুচিকিৎসক নির্ভয়াকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া চারজনই পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে। সূত্র : বিবিসি।

খবরে বলা হয়, হায়দরাবাদের শাদনগর এলাকার যে জায়গায় ৯ দিন আগে ২৭ বছর বয়সী ওই তরুণীর পোড়া লাশ পাওয়া গিয়েছিল, সেখানেই বৃহস্পতিবার রাত ৩টার দিকে পুলিশের কথিত ওই ‘এনকাউন্টার’ ঘটে। পুলিশ দাবি করছে, ওই চারজনকে গ্রেফতারের পর তাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ গিয়েছিল। সেখানে  গ্রেফতারকৃতরা অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় এবং তাতে চারজন নিহত হয়। এরা হলো মো. আরিফ, শিবা, নবীন ও চেন্নাকেশাভুলু। পুলিশ আরও দাবি করেছে, অভিযুক্তদের হামলায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিকে গতকাল সকালে এ খবর জেনেছেন নির্যাতিতার পরিবারও। প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে তারা জানিয়েছেন, তারা এই খবরে অত্যন্ত খুশি। নির্যাতিতা নির্ভয়ার মা বলেন, ‘অন্তত একটি মেয়ে সুবিচার পেল। আমি এই পদক্ষেপের জন্য পুলিশকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে তেলঙ্গানার আইনমন্ত্রী এ ইন্দ্রকরণ রেড্ডি বলেন, ‘ভগবান অভিযুক্তদের শাস্তি দিয়েছে।’ তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল অনেকের মতে, যে যত বড় অপরাধীই হোক, আইন হাতে তুলে নিয়ে তাকে কথিত এনকাউন্টার করে হত্যা করা রীতিমতো আইনের প্রতি অশ্রদ্ধা এবং এ কাজ বে-আইনি।

 উল্লেখ্য, সপ্তাহখানেক আগে ওই পশুচিকিৎসককে গণধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল  এ চার অভিযুক্তকে।

সর্বশেষ খবর