শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আদালতের সিদ্ধান্ত মানতেই হবে

নিজস্ব প্রতিবেদক

আদালতের সিদ্ধান্ত মানতেই হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপিল বিভাগের ছয়জন বিচারপতি যথেষ্ট বিবেচনা করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করেছেন। বিবেচনায় তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাস করি, আমাদের সেটা মানতেই হবে। আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করার পর গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, আমি মনে করি অবজারভেশন যেটা দিয়েছে, তার আলোকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিছু করণীয় থাকে তারা নিশ্চয়ই করবে। আইনমন্ত্রী আরও বলেন, ‘জামিন নাকচের পর বিএনপির আইনজীবীরা বলেছেন, যে মেডিকেল রিপোর্ট উপস্থাপন করা হয়েছে সেটা সঠিক নয়।’ আইনমন্ত্রী বলেন, ‘শুনানির প্রথম তারিখে আপনারা দেখেছেন আদালত কক্ষে তারা কী তা-ব সৃষ্টি করেছে। আমি তখনই বলেছিলাম- যখনই এমন কিছু হয়, যেটা তাদের পক্ষে যায় না, যত যুক্তিই থাকুক রায়ের বা প্রতিবেদনের, উনারা অভ্যাসগতভাবে বলেন এটা ঠিক না। ছয়জন ডাক্তার পরীক্ষা করে তাদের মতামত দিয়েছেন বলে শুনেছি। উনারা তো কেউ ডাক্তার নন। আসল ডাক্তার যখন প্রতিবেদন সর্বোচ্চ আদালতে দিয়েছেন, সেক্ষেত্রে সেটা সম্পর্কে সন্দেহ উনারা করতে পারেন, আমি করি না।’ সঠিক চিকিৎসা মানে কী প্যারোলে মুক্তি দিয়ে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা- এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘উনারা জামিন চেয়েছিলেন মেডিকেল গ্রাউন্ডে। সেটা আদালত বিবেচনা করেছে। সর্বোচ্চ আদালত তার মেডিকেল রিপোর্ট দেখে, বিবেচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে- তার যে অবস্থা, তাতে জামিন দিয়ে তাকে অন্য কোথাও চিকিৎসা দেওয়ার প্রয়োজন নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে চিকিৎসা হচ্ছে, সেটাই যথেষ্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর