শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পবিত্র হজ ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। বাংলাদেশ থেকে এবার হজে যাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। মক্কা রুটের হজযাত্রীদের ইমিগ্রেশন করা হবে ঢাকায়। ধর্মবিষয়ক মন্ত্রী শেখ মো. আবদুল্লাহ গতকাল জাতীয় সংসদে এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪১ সালের ৯ জিলহজ অর্থাৎ ২০২০ খ্রিস্টাব্দের ৩০ জুলাই পবিত্র হজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকালের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মোরশেদ আলমের (নোয়াখালী-২) লিখিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আরও জানান, হজ পালনের লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক ২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে।

 এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাবেন। চলতি বছর থেকে মক্কা রুটে শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর