শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তিন আসনে ২১ মার্চ উপনির্বাচন

ঢাকা ১০-এ ভোট ইভিএমে থাকবে না মাইকিং পোস্টার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে আগামী ২১ মার্র্চ উপনির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর গতকাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিন আসনের উপনির্বাচনে ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই। ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল এবং নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। প্রতীক বরাদ্দ ১ মার্চ আর ভোটগ্রহণ হবে ২১ মার্চ।

গতকাল দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সচিব সাংবাদিকদের বলেন, তিন উপনির্বাচনের মধ্যে কেবল ঢাকায় ইভিএমে ভোট হবে। ঢাকার প্রচারণায় মাইকিং ও পোস্টার না রাখার চিন্তা আছে। এ আসনের প্রার্থীরা একমত হলে ডিজিটাল পদ্ধতি, পথসভা ও জনসভার মাধ্যমে প্রচার-প্রচারণা চলবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৯ ডিসেম্বর শেখ ফজলে নূর তাপসের পদত্যাগে শূন্য হয় ঢাকা-১০ আসন। গত ২৭ ডিসেম্বর মো. ইউনূস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ এবং ১০ জানুয়ারি মো. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য হয়। ঢাকা-১০ আসনে পোস্টার-মাইকিংয়ের বিকল্প চায় ইসি : পোস্টার- মাইকিংয়ের মতো প্রচলিত নির্বাচনী প্রচার পদ্ধতি আগামীতে আর ব্যবহার করতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ২১ মার্চ অনুষ্ঠিতব্য ঢাকা-১০ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে বসবে ইসি। ইসির সচিব মো. আলমগীর বলেন, নির্বাচনের আচরণবিধি এই মুহূর্তে পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য আমরা শুধু ঢাকা-১০ আসনের প্রার্থীদের সঙ্গে আলোচনা করব। বিধিমালার মধ্য থেকে পরিবেশ ক্ষতিকারক পোস্টার-মাইকিংয়ের বিকল্প নির্বাচনে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে সিদ্ধান্ত হবে। এতে অবশ্যই প্রার্থীদের মতামত নেওয়া হবে, যা হবে সমঝোতার ভিত্তিতে। পোস্টার-মাইকিং বাদ দিয়ে পথসভা, টিভি বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন করে নির্বাচনী প্রচার করার আইডিয়া কমিশন প্রার্থীদের দেবে। পাশাপাশি প্রার্থীদের কোনো ধারণা থাকলে কমিশন তা গ্রহণ করবে বলে ইসি সচিব জানান। চট্টগ্রাম সিটি ভোটের তফসিল ১৬ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সূচি ঘোষণা করবে ১৬ ফেব্রুয়ারি। কমিশনের সচিব মো. আলমগীর বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচন নিয়ে ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক হবে। ওইদিন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ঢাকার মতো চট্টগ্রাম সিটিতেও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হবে। চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।

সর্বশেষ খবর