মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভোটার উপস্থিতি কম হওয়ার দায় ইসির নয়

নিজস্ব প্রতিবেদক

ভোটার উপস্থিতি কম হওয়ার দায় ইসির নয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত কম থাকার অনেক কারণ থাকতে পারে। এ জন্য নির্বাচন কমিশন দায়ী নয়। ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। সুষ্ঠু ভোটের আয়োজন করাই ইসির দায়িত্ব। গতকাল জাতীয় ভোটার দিবসের র‌্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের আস্থা ফেরাতে কী ধরনের পদক্ষেপ নেবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ইসির ওপরে মানুষের আস্থা নেই বা আছে, এটা নির্ধারিত করে বলার কোনো সুযোগ নেই। ভোটার ভোট দিতে যাবেন, ইসি ভোটের ব্যবস্থাপনা করবে। ব্যবস্থাপনার দিক থেকে যা যা করণীয়, আমরা সব করেছি, করে থাকি বা থাকব। সকাল ৯টার দিকে রাজধানীতে জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে ভোটার দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন সিইসি। পরে সংসদ ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। যা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরসহ ইসির সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর