করোনাভাইরাসের সংক্রমণে বিভিন্ন দেশে মোট ৮৭ বাংলাদেশি মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ১৮ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে দেশটিতে অন্তত ৫৬ বাংলাদেশি মারা গেলেন। আর যুক্তরাজ্যে নতুন করে আট বাংলাদেশির মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশির মৃতের সংখ্যা হয়েছে ১৯। প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের কূটনীতিকদের তথ্যানুযায়ী, এ পর্যন্ত নয়টি দেশে অন্তত ৮৭ বাংলাদেশি মারা গেছেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশের নাগরিকের অধিকাংশই ওই দুই দেশের নাগরিকত্ব পেয়েছেন। যুক্তরাষ্ট্রে ৫৬ ও যুক্তরাজ্যে ১৯ জনের পাশাপাশি সৌদি আরবে ৩, ইতালিতে ৩, কাতারে ২ এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশি মারা গেছেন। ঢাকায় তাবলিগ জামাতসূত্রে জানা গেছে, গাম্বিয়ায় মারা যাওয়া ব্যক্তিটি আফ্রিকার দেশটিতে তাবলিগের চিল্লায় অংশ নিয়েছিলেন। এদিকে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে মিলানের সান পাওলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, মজিবুর অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। মিলানে দীর্ঘদিন ধরে তিনি বাস করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হলো। নানা সূত্রে আরও জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত কয়েক শ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০, ইতালিতে ৪০, স্পেনে ২৩, কানাডা ও ফ্রান্সে ২০ জন করে এবং জার্মানিতে ১০ জন।
শিরোনাম
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
- রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু
৯ দেশে প্রাণ গেল ৮৭ জনের, উৎকণ্ঠা নিউইয়র্ক-লন্ডনে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর