রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চিকিৎসকদের সেবা দেওয়া অব্যাহত রাখতে হবে

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

চিকিৎসকদের সেবা দেওয়া অব্যাহত রাখতে হবে

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমণের ভয়ে দেশে কোনো কোনো চিকিৎসক রোগীদেও সেবা দিচ্ছেন না। কেউ কেউ তাদের চেম্বারে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সর্দি-কাশি হলেই করোনাভাইরাস নয়। করোনা ছাড়াও দেশে অন্যান্য রোগে আক্রান্ত অনেক রোগী আছেন। সংক্রামক ব্যাধি নয়, যেমন উচ্চ রক্তচাপ, হার্টের রোগী, ডায়াবেটিস ও অন্যান্য জ্বরের রোগী আছেন। চিকিৎসকরা যদি রোগী দেখা বন্ধ করে দেন, তাহলে তারা যাবেন কোথায়? অনেক রোগী চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসা পাওয়ার আশায়। এদিকে, বিভিন্ন হাসপাতাল দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সাধারণ রোগী ভর্তি নিতেও অনাগ্রহ প্রকাশ করছে। ফলে চিকিৎসার অভাবে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটছে। সম্প্রতি সংবাদ মাধ্যমেও এ রকম খবর প্রকাশিত হয়েছে। রোগীকে সেবা না দেওয়ার এ মানসিকতা থেকে আমাদের চিকিৎসকদেও বের হয়ে আসা উচিত। চিকিৎসকদের অনুরোধ করব, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে অবশ্যই রোগী দেখা শুরু করা উচিত। এটা মানবিক কারণে খুব প্রয়োজন। নইলে বিপদে পড়া এসব মানুষ যাবে কোথায়? তাদেও তো চিকিৎসকের স্মরণাপন্নই হতে হবে। চিকিৎসকদের এ বিষয়টাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। * লেখক : প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

সর্বশেষ খবর