রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

ছাড় দিতে হবে কর আদায়ে

-কাজী আকরাম উদ্দিন

ছাড় দিতে হবে কর আদায়ে

এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা পৃথিবী লকডাউনের কারণে অর্থনৈতিক যে সংকটের মধ্যে পড়েছে সেটা থেকে বের হওয়া সবার জন্য কঠিন হবে। কাল (আজ) থেকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। জীবন-জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, সেখান থেকে বের হতে সরকারকে বাস্তবমুখী বড় কিছু পদক্ষেপ নিতে হবে। সামনে বাজেট আসছে। এবার সাদাসিধা বাজেট করলে হবে না। সব পেশার মানুষের কথা চিন্তা করে কর আদায়ে বড় ধরনের ছাড় দিতে হবে।’ বাংলাদেশ প্রতিদিনকে কাজী আকরাম বলেন, ‘এখন জীবনের সঙ্গে জীবিকা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সরকার সে কারণে সব খুলে দিয়েছে। আমাদের সংকট উত্তরণের এটাই একটি সাহসী পদক্ষেপ। এখন সবাইকে সচেতনভাবে বাইরে বের হতে হবে। ‘তিনি বলেন, সরকার জীবিকার তাগিদে সবকিছু খুলে দিয়েছে। তাই বলে স্বাভাবিক জীবন এখনো ফিরে আসেনি। গত দুই-আড়াই মাসে সবকিছু বন্ধ থাকায় সাধারণ মানুষের সঙ্গে সব পেশার মানুষই সংকটে পড়েছে। দরিদ্র লোকের আয় বন্ধ হয়েছে। যারা চাকরি করে, ব্যবসা করে তারাও সংকটে পড়েছে। শিল্প-কারখানা বন্ধ থাকায় পুরো উৎপাদন প্রক্রিয়াকে আবারও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে হবে। সরকারকে কর আদায়ের ক্ষেত্রে বড় ছাড় দিতে হবে। বাজেটে সব মানুষের কথা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। গরিব শ্রমজীবী, চাকরিজীবী, কৃষক তারা মূল ধারায় কীভাবে ফিরে আসবে সেই পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। এ জন্য বাজেটে সবার কথা চিন্তা করতে হবে সবার আগে। আগামী বছর কর আদায় কম হবে। এরপরও আমাদের উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে হলে এটা করতে হবে। ব্যাংকিং ব্যবস্থার ওপর কর ছাড় দিতে হবে। ব্যাংকের মাধ্যমে অর্থায়ন হবে। এখন ব্যাংকের পরিস্থিতি খুবই নাজুক পর্যায়ে গেছে। এটা কাটিয়ে উঠতে হলে ব্যাংককে সুবিধা দিতে হবে।’ এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, ‘কালো টাকার বিষয়ে আমি কিছু বলি না। তবে এখন বিষয়টি শক্তভাবে সরকারকে ভেবে দেখা উচিত।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর