এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা পৃথিবী লকডাউনের কারণে অর্থনৈতিক যে সংকটের মধ্যে পড়েছে সেটা থেকে বের হওয়া সবার জন্য কঠিন হবে। কাল (আজ) থেকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। জীবন-জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, সেখান থেকে বের হতে সরকারকে বাস্তবমুখী বড় কিছু পদক্ষেপ নিতে হবে। সামনে বাজেট আসছে। এবার সাদাসিধা বাজেট করলে হবে না। সব পেশার মানুষের কথা চিন্তা করে কর আদায়ে বড় ধরনের ছাড় দিতে হবে।’ বাংলাদেশ প্রতিদিনকে কাজী আকরাম বলেন, ‘এখন জীবনের সঙ্গে জীবিকা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সরকার সে কারণে সব খুলে দিয়েছে। আমাদের সংকট উত্তরণের এটাই একটি সাহসী পদক্ষেপ। এখন সবাইকে সচেতনভাবে বাইরে বের হতে হবে। ‘তিনি বলেন, সরকার জীবিকার তাগিদে সবকিছু খুলে দিয়েছে। তাই বলে স্বাভাবিক জীবন এখনো ফিরে আসেনি। গত দুই-আড়াই মাসে সবকিছু বন্ধ থাকায় সাধারণ মানুষের সঙ্গে সব পেশার মানুষই সংকটে পড়েছে। দরিদ্র লোকের আয় বন্ধ হয়েছে। যারা চাকরি করে, ব্যবসা করে তারাও সংকটে পড়েছে। শিল্প-কারখানা বন্ধ থাকায় পুরো উৎপাদন প্রক্রিয়াকে আবারও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে হবে। সরকারকে কর আদায়ের ক্ষেত্রে বড় ছাড় দিতে হবে। বাজেটে সব মানুষের কথা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। গরিব শ্রমজীবী, চাকরিজীবী, কৃষক তারা মূল ধারায় কীভাবে ফিরে আসবে সেই পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। এ জন্য বাজেটে সবার কথা চিন্তা করতে হবে সবার আগে। আগামী বছর কর আদায় কম হবে। এরপরও আমাদের উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে হলে এটা করতে হবে। ব্যাংকিং ব্যবস্থার ওপর কর ছাড় দিতে হবে। ব্যাংকের মাধ্যমে অর্থায়ন হবে। এখন ব্যাংকের পরিস্থিতি খুবই নাজুক পর্যায়ে গেছে। এটা কাটিয়ে উঠতে হলে ব্যাংককে সুবিধা দিতে হবে।’ এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, ‘কালো টাকার বিষয়ে আমি কিছু বলি না। তবে এখন বিষয়টি শক্তভাবে সরকারকে ভেবে দেখা উচিত।’
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ছাড় দিতে হবে কর আদায়ে
-কাজী আকরাম উদ্দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর