এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা পৃথিবী লকডাউনের কারণে অর্থনৈতিক যে সংকটের মধ্যে পড়েছে সেটা থেকে বের হওয়া সবার জন্য কঠিন হবে। কাল (আজ) থেকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। জীবন-জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, সেখান থেকে বের হতে সরকারকে বাস্তবমুখী বড় কিছু পদক্ষেপ নিতে হবে। সামনে বাজেট আসছে। এবার সাদাসিধা বাজেট করলে হবে না। সব পেশার মানুষের কথা চিন্তা করে কর আদায়ে বড় ধরনের ছাড় দিতে হবে।’ বাংলাদেশ প্রতিদিনকে কাজী আকরাম বলেন, ‘এখন জীবনের সঙ্গে জীবিকা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সরকার সে কারণে সব খুলে দিয়েছে। আমাদের সংকট উত্তরণের এটাই একটি সাহসী পদক্ষেপ। এখন সবাইকে সচেতনভাবে বাইরে বের হতে হবে। ‘তিনি বলেন, সরকার জীবিকার তাগিদে সবকিছু খুলে দিয়েছে। তাই বলে স্বাভাবিক জীবন এখনো ফিরে আসেনি। গত দুই-আড়াই মাসে সবকিছু বন্ধ থাকায় সাধারণ মানুষের সঙ্গে সব পেশার মানুষই সংকটে পড়েছে। দরিদ্র লোকের আয় বন্ধ হয়েছে। যারা চাকরি করে, ব্যবসা করে তারাও সংকটে পড়েছে। শিল্প-কারখানা বন্ধ থাকায় পুরো উৎপাদন প্রক্রিয়াকে আবারও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে হবে। সরকারকে কর আদায়ের ক্ষেত্রে বড় ছাড় দিতে হবে। বাজেটে সব মানুষের কথা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। গরিব শ্রমজীবী, চাকরিজীবী, কৃষক তারা মূল ধারায় কীভাবে ফিরে আসবে সেই পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। এ জন্য বাজেটে সবার কথা চিন্তা করতে হবে সবার আগে। আগামী বছর কর আদায় কম হবে। এরপরও আমাদের উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে হলে এটা করতে হবে। ব্যাংকিং ব্যবস্থার ওপর কর ছাড় দিতে হবে। ব্যাংকের মাধ্যমে অর্থায়ন হবে। এখন ব্যাংকের পরিস্থিতি খুবই নাজুক পর্যায়ে গেছে। এটা কাটিয়ে উঠতে হলে ব্যাংককে সুবিধা দিতে হবে।’ এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, ‘কালো টাকার বিষয়ে আমি কিছু বলি না। তবে এখন বিষয়টি শক্তভাবে সরকারকে ভেবে দেখা উচিত।’
শিরোনাম
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে সব দল একমত : আলী রীয়াজ
ছাড় দিতে হবে কর আদায়ে
-কাজী আকরাম উদ্দিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর