এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা পৃথিবী লকডাউনের কারণে অর্থনৈতিক যে সংকটের মধ্যে পড়েছে সেটা থেকে বের হওয়া সবার জন্য কঠিন হবে। কাল (আজ) থেকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। জীবন-জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, সেখান থেকে বের হতে সরকারকে বাস্তবমুখী বড় কিছু পদক্ষেপ নিতে হবে। সামনে বাজেট আসছে। এবার সাদাসিধা বাজেট করলে হবে না। সব পেশার মানুষের কথা চিন্তা করে কর আদায়ে বড় ধরনের ছাড় দিতে হবে।’ বাংলাদেশ প্রতিদিনকে কাজী আকরাম বলেন, ‘এখন জীবনের সঙ্গে জীবিকা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সরকার সে কারণে সব খুলে দিয়েছে। আমাদের সংকট উত্তরণের এটাই একটি সাহসী পদক্ষেপ। এখন সবাইকে সচেতনভাবে বাইরে বের হতে হবে। ‘তিনি বলেন, সরকার জীবিকার তাগিদে সবকিছু খুলে দিয়েছে। তাই বলে স্বাভাবিক জীবন এখনো ফিরে আসেনি। গত দুই-আড়াই মাসে সবকিছু বন্ধ থাকায় সাধারণ মানুষের সঙ্গে সব পেশার মানুষই সংকটে পড়েছে। দরিদ্র লোকের আয় বন্ধ হয়েছে। যারা চাকরি করে, ব্যবসা করে তারাও সংকটে পড়েছে। শিল্প-কারখানা বন্ধ থাকায় পুরো উৎপাদন প্রক্রিয়াকে আবারও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে হবে। সরকারকে কর আদায়ের ক্ষেত্রে বড় ছাড় দিতে হবে। বাজেটে সব মানুষের কথা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। গরিব শ্রমজীবী, চাকরিজীবী, কৃষক তারা মূল ধারায় কীভাবে ফিরে আসবে সেই পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। এ জন্য বাজেটে সবার কথা চিন্তা করতে হবে সবার আগে। আগামী বছর কর আদায় কম হবে। এরপরও আমাদের উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে হলে এটা করতে হবে। ব্যাংকিং ব্যবস্থার ওপর কর ছাড় দিতে হবে। ব্যাংকের মাধ্যমে অর্থায়ন হবে। এখন ব্যাংকের পরিস্থিতি খুবই নাজুক পর্যায়ে গেছে। এটা কাটিয়ে উঠতে হলে ব্যাংককে সুবিধা দিতে হবে।’ এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, ‘কালো টাকার বিষয়ে আমি কিছু বলি না। তবে এখন বিষয়টি শক্তভাবে সরকারকে ভেবে দেখা উচিত।’
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ছাড় দিতে হবে কর আদায়ে
-কাজী আকরাম উদ্দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর