এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা পৃথিবী লকডাউনের কারণে অর্থনৈতিক যে সংকটের মধ্যে পড়েছে সেটা থেকে বের হওয়া সবার জন্য কঠিন হবে। কাল (আজ) থেকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে জীবন-জীবিকার তাগিদে। জীবন-জীবিকা দুটিই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে, সেখান থেকে বের হতে সরকারকে বাস্তবমুখী বড় কিছু পদক্ষেপ নিতে হবে। সামনে বাজেট আসছে। এবার সাদাসিধা বাজেট করলে হবে না। সব পেশার মানুষের কথা চিন্তা করে কর আদায়ে বড় ধরনের ছাড় দিতে হবে।’ বাংলাদেশ প্রতিদিনকে কাজী আকরাম বলেন, ‘এখন জীবনের সঙ্গে জীবিকা রক্ষা করাও গুরুত্বপূর্ণ। সরকার সে কারণে সব খুলে দিয়েছে। আমাদের সংকট উত্তরণের এটাই একটি সাহসী পদক্ষেপ। এখন সবাইকে সচেতনভাবে বাইরে বের হতে হবে। ‘তিনি বলেন, সরকার জীবিকার তাগিদে সবকিছু খুলে দিয়েছে। তাই বলে স্বাভাবিক জীবন এখনো ফিরে আসেনি। গত দুই-আড়াই মাসে সবকিছু বন্ধ থাকায় সাধারণ মানুষের সঙ্গে সব পেশার মানুষই সংকটে পড়েছে। দরিদ্র লোকের আয় বন্ধ হয়েছে। যারা চাকরি করে, ব্যবসা করে তারাও সংকটে পড়েছে। শিল্প-কারখানা বন্ধ থাকায় পুরো উৎপাদন প্রক্রিয়াকে আবারও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে হবে। সরকারকে কর আদায়ের ক্ষেত্রে বড় ছাড় দিতে হবে। বাজেটে সব মানুষের কথা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। গরিব শ্রমজীবী, চাকরিজীবী, কৃষক তারা মূল ধারায় কীভাবে ফিরে আসবে সেই পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। এ জন্য বাজেটে সবার কথা চিন্তা করতে হবে সবার আগে। আগামী বছর কর আদায় কম হবে। এরপরও আমাদের উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখতে হলে এটা করতে হবে। ব্যাংকিং ব্যবস্থার ওপর কর ছাড় দিতে হবে। ব্যাংকের মাধ্যমে অর্থায়ন হবে। এখন ব্যাংকের পরিস্থিতি খুবই নাজুক পর্যায়ে গেছে। এটা কাটিয়ে উঠতে হলে ব্যাংককে সুবিধা দিতে হবে।’ এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, ‘কালো টাকার বিষয়ে আমি কিছু বলি না। তবে এখন বিষয়টি শক্তভাবে সরকারকে ভেবে দেখা উচিত।’
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
ছাড় দিতে হবে কর আদায়ে
-কাজী আকরাম উদ্দিন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর