বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আইনমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আইনমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এলাকাবাসী, জনপ্রতিনিধি ও ইমামদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে এসে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আনিসুল হক সবাইকে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ মতবিনিময় করেন। তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করতে ইমামদের অনুরোধ করেন। এ সময় তিনি উপস্থিত ইমামসহ এলাকাবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আনিসুল হক বলেন, মানুষকে সচেতন করার জন্য ইমামদের বিশাল ভূমিকা রয়েছে। এই মহামারী করোনাকালে উপজেলার সব ইমাম মানুষের জানমাল হেফাজত রাখার জন্য দলীয় নেতা-কর্মী ও সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যে দায়িত্ব পালন করেছেন, তা প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম প্রমুখ।

 কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেস ক্লাব সভাপতি মো. সোলেমান খান, আড়াইবাড়ী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা গোলাম সারোয়ার সাইদি, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর