শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

আবাসিক হলে স্বাস্থ্যবিধি নিশ্চিত সম্ভব নয়

-অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

আবাসিক হলে স্বাস্থ্যবিধি নিশ্চিত সম্ভব নয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব। পাবলিক বিশ্ববিদ্যালয়েও ক্লাসে এই দূরত্ব হয়তো নিশ্চিত করা যাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার এই দূরত্ব নিশ্চিত করা অনেকটাই অসম্ভব। 

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হলে এক রুমে তিন থেকে চারজন শিক্ষার্থী অবস্থান করে। এ ছাড়া অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য গণরুমের ব্যবস্থা রয়েছে। সেখানে এক রুমে অনেক শিক্ষার্থী থাকে। এ পরিস্থিতিতে গণরুমে এত শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন। একজন থেকে এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে অন্য শিক্ষার্থীর মধ্যে।

ড. কাজী শহীদুল্লাহ আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পাঠদান চলছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের স্বল্প ব্যয়ে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে কিছুটা হলেও শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় সময় বুঝে ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর