শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে বাংলাদেশিসহ ৮৩ অভিবাসী গ্রেফতার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

গত সপ্তাহে শতাধিক বাংলাদেশিকে বহিষ্কারের পর নিউইয়র্ক সিটি থেকে বাংলাদেশিসহ আরও ৮৩ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) জানিয়েছে। একই সঙ্গে সারা আমেরিকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও দুই হাজার অভিবাসীকে।

কর্তৃপক্ষের দাবি, এরা সবাই গুরুতর অপরাধে লিপ্ত ছিল। আইসের পরিচালক টনি এইচ ফ্যাম জানান, এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) কর্মকর্তারা সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গুরুতর অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করেছেন। যারা আদালতের রায়ে দোষী অথবা সাজাভোগের পর পুনরায় অপরাধে লিপ্ত কিংবা গুরুতর অপরাধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পর পুনরায় ভিন্ন নামে অথবা বেআইনি পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তারা গ্রেফতারের তালিকায় রয়েছেন। তিনি উল্লেখ করেছেন, মেক্সিকো হয়ে সীমান্তরক্ষীদের দৃষ্টি এড়িয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়াদের মধ্য থেকে ১০১ জনকে গত সপ্তাহে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আরও ৫ শতাধিক বাংলাদেশি টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, ফ্লোরিডা, আলাবামা, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সি প্রভৃতি ডিটেনশন সেন্টারে রয়েছেন। তাদেরও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালী, সিলেট, বৃহত্তর ঢাকা এবং রাজশাহী অঞ্চলের এসব যুবকরা দালালকে ২৫ লক্ষাধিক টাকা দিয়ে বিভিন্ন দেশ হয়ে ব্রাজিল এবং এরপর সেন্ট্রাল আমেরিকার দুর্গম পথ পেরিয়ে মেক্সিকোয় অস্থায়ী ক্যাম্পে অবস্থান করেন। এরপরই দালালরা জীবনের ঝুঁকিতে ফেলে এসব বাংলাদেশিকে সীমান্তের ভিতরে ঠেলে দেওয়ার পর কেটে পড়ে। এই বাংলাদেশির প্রায় সবাই নিজেদের বিএনপির কর্মী দাবি করেন এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তবে তারা তাদের দাবির সমর্থনে যথাযথ প্রমাণ দেখাতে পারেননি। জানা গেছে, নিউইয়র্ক থেকে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আলবেনিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, বেলারুশ, বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এলসালভেদর, গুয়াতেমালা, গায়ানা, হন্ডুরাস, ভারত, ইসরাইল, ইটালি, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, পোল্যান্ড, রাশিয়া, ত্রিনিদাদ এবং উজবেকিস্তানের নাগরিক।

সর্বশেষ খবর