ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, করোনাভাইরাস মহামারীর কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের শিক্ষাব্যবস্থা হোঁচট খেয়েছে। এ সংকট উত্তরণে সামগ্রিক বিষয় পুনর্বিবেচনা করতে হচ্ছে, পুনর্বিন্যাস করতে হচ্ছে। প্রযুক্তির সহায়তা নিয়ে শিক্ষাব্যবস্থা সচল রাখার চেষ্টা চলছে। এখন গুণগত মান ঠিক রাখার ব্যাপারেও নজর দিতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাবির ভর্তি পরীক্ষা বিষয়ে ডিনস কমিটি সিদ্ধান্ত জানিয়েছে। সিদ্ধান্ত নিতে আমাদের তিনটি বিষয় বিবেচনা করতে হচ্ছে। প্রথমত, মহামারীতে উ™ভূত পরিস্থিতি আমাদের বিবেচনা করতে হচ্ছে। জনসমাগম হলে পরিস্থিতি কেমন হবে সেটি বিবেচ্য বিষয়। দ্বিতীয়ত, শিক্ষার্থী ও অভিভাবকদের দিকটাও দেখতে হবে। তারা কীভাবে আসবেন, কোথায় থাকবেন? এসব বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত এবং গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার গুণগত মান ঠিক রাখা। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে গুণগত মানের দিকে অবশ্যই নজর রাখতে হবে। তাই অনলাইনে ক্লাস করে পরীক্ষা নিলে সেখানে কতটা গুণগত মান বজায় থাকছে তা দেখতে হবে। ড. আখতারুজ্জামান আরও বলেন, পিছিয়ে যাওয়া ঠেকাতে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই চেষ্টা করতে হবে। শিক্ষার পরিবেশ কীভাবে সচল রাখা যায় সে বিষয়ে আমাদের পরিকল্পনা চলছে। পরবর্তীতে শিক্ষার্থীদের এ ক্ষতি কীভাবে পোষানো যায় তাও চিন্তাভাবনা করা হচ্ছে। মহামারী পরিস্থিতি খেয়াল রেখে আমাদের যে কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় মানে কয়েক হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবক সমাজ। প্রযুক্তির সহায়তায় ক্ষতি মোকাবিলায় আমরা পরিস্থিতি সচল রাখার চেষ্টা করছি।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার