রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল রাজধানী। গতকাল সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি আবু মোহাম্মদ মন্নাফির নেতৃত্বে মিছিলটি জিরো পয়েন্ট হয়ে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ডা. দিলীপ রায়, সাজেদা বেগম, যুগ্ম সম্পাদক মোর্শেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, গোলাম সারওয়ার কবির, দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।  ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মান্নান কচির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে কৃষক লীগ। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, দফতর সম্পাদক রেজাউল করিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি নির্মল রঞ্জুন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন ইউনিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল বের করে যুবলীগ। এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুরুল আলম শাহিন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর গুলিস্তানে আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের সহসভাপতি আবদুল গফুর চোকদার, আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, ফিরোজ আহমেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক, দফতর সম্পাদক এম এইচ এনামুল হক রাজুসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক জুয়াবের আহমেদের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। একইভাবে ছাত্রলীগ ঢাকা উত্তরের সভাপতি ইব্রাহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

যারা জাতির পিতার ভাস্কর্যে আঘাত হেনেছে তাদের ক্ষমা নেই : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা জাতির পিতার ভাস্কর্যে আঘাত হেনেছে, তাদের ক্ষমা নেই। তাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। এদের রক্ষা নেই। এরা ’৭১-এর ঘাতক, ’৭৫-এর ঘাতক। এদেরকে আর সামনের দিকে এগোতে দেওয়া হবে না। গতকাল সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর