নগর বিশ্লেষক ও স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, প্রাইভেট বাসমালিকদের বিশেষ বাণিজ্যিক সুবিধা দিতেই রাষ্ট্রীয় গণপরিবহন বিআরটিসিকে ডোবানো হচ্ছে। একসময় বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠান থাকলেও এখন এটা লোকসানিতে পরিণত হয়েছে। এর জন্য সরকারের সদিচ্ছা প্রয়োজন। শুধু ঢাকা শহরেই নয়, সারা দেশেই একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে বিআরটিসিকে পরিচালনা করা উচিত। এ জন্য এ প্রতিষ্ঠানটিকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে এ প্রতিষ্ঠান টিকিয়ে রাখা যাবে না। গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। মোবাশ্বের হোসেন বলেন, বিআরসিটির চালক ও স্টাফদের রাষ্ট্রীয় বেতন কাঠামোয় নেওয়া উচিত। ড্রাইভার বা ব্যক্তিমালিকানার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। যখন স্টাফরা সরকারি বেতনভুক হবেন তখন দুর্নীতি কমে যাবে। একই সঙ্গে টিকিটিং সিস্টেম চালু করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় পরিবহন সবচেয়ে বেশি আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু আমাদের দেশে উল্টো চিত্র। নির্দিষ্ট স্থানে বাস স্টপেজ সিস্টেম, গেট অটো লক সিস্টেম থাকতে হবে। স্টাফদের নির্দিষ্ট সময় ডিউটি দিতে হবে। গাড়িগুলো রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের তদারকি করতে হবে। প্রতিটি আন্তজেলায় যুগোপযোগী বাস টার্মিনাল করে জনগণের সেবা দিতে হবে। তিনি বলেন, বিআরটিসির পরিবহনগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রাইভেট বাসগুলোর তুলনায় বিআরটিসি বাসগুলো বেশি লক্কড়ঝক্কড়। এ ছাড়া এ বাসগুলো যাত্রীসাধারণের জন্য না হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এর সুফল সাধারণ মানুষও তেমনটি পায় না।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
বিশেষ বাণিজ্যিক সুবিধায় প্রাইভেট বাস মালিকরা
মোবাশ্বের হোসেন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর