সাত দিন নয়, ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা প্রদানের শর্তে প্রায় ১৭ ঘণ্টা পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের অবরোধ স্থগিত করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ফের আন্দোলনের ঘোষণা। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য ও পুলিশ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তিন দফা মেনে নেওয়ায় বিকাল ৫টা ১০ মিনিটের দিকে সাময়িক মহাসড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিকাল ৩টার দিকে শুরু হওয়া ত্রিপক্ষীয় বৈঠকে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদানের দাবি জানান। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের শর্তে আপত্তি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে ফের মহাসড়েক বসে পড়েন। বিকাল পৌনে ৫টার দিকে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন নিজে মহাসড়কে অবস্থানকারী শিক্ষার্থীদের বুঝিয়ে হাত ধরে টেনে উঠিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সহপাঠীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের শর্তে অবরোধ তুলে নেন। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে শিক্ষকরাও শিক্ষার্থীদের আন্দোলনে শামিল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ত্রিপক্ষীয় বৈঠকে শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। তিনি পুলিশ প্রশাসনকে আরও দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের অনুরোধ জানিয়েছেন। তিনি যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মঙ্গলবার গভীর রাতে মহানগরের রূপাতলী হাউজিংয়ের বিভিন্ন মেসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ শিক্ষার্থীকে বেদম পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাদের দাবি, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের কর্ণকাঠিতে বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেন। দুপুর ২টার দিকে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। বিকাল ৩টার দিকে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা ১০ মিনিটে প্রায় ১৭ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।
শিরোনাম
                        - শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
 - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
 - সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
 - সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
 - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 - আকবরের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা
 - মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
 - সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
 - বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
 - পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা
 - জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্নীতি হয়েছে ২১১০ কোটি টাকা : টিআইবি
 - বিসিবিকে রুবেলের খোঁচা
 - জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর
 - চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন
 - রংপুরে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে খুলল নতুন দুয়ার
 - আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
 - জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নিয়ে নির্দেশনা
 - সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
 
শিক্ষার্থীদের ওপর হামলায় উত্তাল বরিশাল
                        
                        
                                                     নিজস্ব প্রতিবেদক, বরিশাল
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                    টপিক
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর