ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারপারসন ড. মাহফুজা খানম বলেছেন, বর্তমানে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি। আজকের তারুণ্য খুব হতাশ হয়ে পড়েছে। আমরা লক্ষ্য করেছি, করোনা মহামারী শুরুর আগে তরুণ শিক্ষার্থীদের অনেকেই ছোটখাটো কাজ বা টিউশনি করে নিজের হাতখরচসহ পরিবারকে আর্থিকভাবে সহায়তা করত। কিন্তু মহামারী শুরুর পর কারও কাজ আর নেই। এ অবস্থায় তারা নিজেও চলতে পারছে না আবার পরিবারকেও সহায়তা করতে পারছে না। এসব ছেলেমেয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছে। শনিবার বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। এ অধ্যাপক বলেন, মহামারীতে আত্মহত্যার পেছনে যেমন ‘সাইকোলজিক্যাল’ কারণ আছে তেমনি এর পেছনে বড় একটি কারণ অর্থনৈতিক। করোনা সংক্রমণের এই সময়ে অনেকেরই চাকরি ছিল না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কোনো কাজ ছিল না। মানুষজন লকডাউনে অনেক দিন ঘরে আটকা ছিল। এ কারণে তখন অনেকের মধ্যেই হতাশা তৈরি হয়। ‘সাইকোলজিক্যাল’ কারণের মধ্যে হতাশা একটি বড় কারণ। মাহফুজা খানম বলেন, করোনা সংক্রমণ শুরুর আগে তরুণ শিক্ষার্থীদের অনেকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ের সম্পর্কে আবদ্ধ হওয়ার কথা থাকলেও মহামারী শুরুর পর এ সম্পর্কগুলোর কোনো কোনোটি ভেঙে যায়। এতে তরুণদের অনেকের মধ্যে হতাশা জন্ম নিয়েছে। তিনি বলেন, করোনা সংক্রমণ শুরুর পর সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। মানুষ জানত না ভবিষ্যতে কী হবে। তবে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। এর পাশাপাশি দীর্ঘ সময় ঘরে আটকে থাকা এবং কাজ না থাকা, অনেক কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এসব কিছুই মানুষের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি করে। আর মানুষ কিন্তু বেশিক্ষণ চাপের মধ্যে থাকতে পারে না। মানুষ যে কোনোভাবেই হোক এই চাপ থেকে মুক্ত হতে চায়। তিনি আরও বলেন, চাপ থেকে দুভাবে মুক্তি পাওয়া যায়। একটি হচ্ছে অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া আর দ্বিতীয়টি হচ্ছে আত্মহনন। যারা ঘটনার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখে যায় তারা বেঁচে যায় কিন্তু যারা এই মানসিক চাপ সহ্য করতে পারে না তারা চাপমুক্ত হতে আত্মহত্যাকে বেছে নেয়।
শিরোনাম
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি