ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারপারসন ড. মাহফুজা খানম বলেছেন, বর্তমানে তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি। আজকের তারুণ্য খুব হতাশ হয়ে পড়েছে। আমরা লক্ষ্য করেছি, করোনা মহামারী শুরুর আগে তরুণ শিক্ষার্থীদের অনেকেই ছোটখাটো কাজ বা টিউশনি করে নিজের হাতখরচসহ পরিবারকে আর্থিকভাবে সহায়তা করত। কিন্তু মহামারী শুরুর পর কারও কাজ আর নেই। এ অবস্থায় তারা নিজেও চলতে পারছে না আবার পরিবারকেও সহায়তা করতে পারছে না। এসব ছেলেমেয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছে। শনিবার বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। এ অধ্যাপক বলেন, মহামারীতে আত্মহত্যার পেছনে যেমন ‘সাইকোলজিক্যাল’ কারণ আছে তেমনি এর পেছনে বড় একটি কারণ অর্থনৈতিক। করোনা সংক্রমণের এই সময়ে অনেকেরই চাকরি ছিল না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কোনো কাজ ছিল না। মানুষজন লকডাউনে অনেক দিন ঘরে আটকা ছিল। এ কারণে তখন অনেকের মধ্যেই হতাশা তৈরি হয়। ‘সাইকোলজিক্যাল’ কারণের মধ্যে হতাশা একটি বড় কারণ। মাহফুজা খানম বলেন, করোনা সংক্রমণ শুরুর আগে তরুণ শিক্ষার্থীদের অনেকের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ের সম্পর্কে আবদ্ধ হওয়ার কথা থাকলেও মহামারী শুরুর পর এ সম্পর্কগুলোর কোনো কোনোটি ভেঙে যায়। এতে তরুণদের অনেকের মধ্যে হতাশা জন্ম নিয়েছে। তিনি বলেন, করোনা সংক্রমণ শুরুর পর সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ে। মানুষ জানত না ভবিষ্যতে কী হবে। তবে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। এর পাশাপাশি দীর্ঘ সময় ঘরে আটকে থাকা এবং কাজ না থাকা, অনেক কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এসব কিছুই মানুষের মধ্যে অতিরিক্ত চাপ তৈরি করে। আর মানুষ কিন্তু বেশিক্ষণ চাপের মধ্যে থাকতে পারে না। মানুষ যে কোনোভাবেই হোক এই চাপ থেকে মুক্ত হতে চায়। তিনি আরও বলেন, চাপ থেকে দুভাবে মুক্তি পাওয়া যায়। একটি হচ্ছে অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়া আর দ্বিতীয়টি হচ্ছে আত্মহনন। যারা ঘটনার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখে যায় তারা বেঁচে যায় কিন্তু যারা এই মানসিক চাপ সহ্য করতে পারে না তারা চাপমুক্ত হতে আত্মহত্যাকে বেছে নেয়।
শিরোনাম
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
তরুণদের মধ্যে প্রবণতা বেশি
-ড. মাহফুজা খানম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর