শনিবার, ১২ জুন, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে চারটি গুদামে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গীর অলিম্পিয়া টেক্সটাইল মিল-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী আবদুর রহমান বাবু জানান, রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ ঝুট ব্যবসায়ী  সবুজের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও ঝুটের তিনটি গুদামে। এর আগে বিকালে গুদামগুলোতে কয়েক ট্রাক ঝুট মালামাল সংরক্ষণ করা হয়। ধারণা করা হচ্ছে, দিনমজুরদের সিগারেটের কিংবা কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে। ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী সবুজ জানান, বৃহস্পতিবার গুদামে বিপুল পরিমাণ ঝুটের মালামাল মজুদ করা হয়। আগুনে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, রাত ৯টায় হঠাৎ করেই অলিম্পিয়া টেক্সটাইল মিল এলাকার একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ও উত্তরাসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টা পর্যন্ত প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর