শিরোনাম
সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

দেড় হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দেড় হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুজন গ্রেফতার

পোলট্রি ফিডের মেশিনারিজ আনার নামে ১ হাজার ৫৩৯ কোটি টাকা পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটকরা হলেন- আবদুল মোতালেব ও মোহাম্মদ সুরুজ মিয়া। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সংস্থার সহকারী পরিচালক তাহভীর আহম্মেদ।

তিনি বলেন, পোলট্রি ফিডের ক্যাপিটাল মেশিনারিজের পরিবর্তে চট্টগ্রাম বন্দরে গত ৫ মার্চ মিথ্যা ঘোষণায় আনা বিদেশি সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ার মেশিন ও মদ জব্দ করা হয়। পরবর্তীতে ধারাবাহিক তদন্তে ৮৭৩ কোটি টাকা পাচারের ঘটনায় দায়ের করা ১৬টি মামলায় হেনান আনহুই অ্যাগ্রো এলসি এবং অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপির স্বত্বাধিকারী আবদুল মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। একইভাবে ২২৫ কোটি মানি লন্ডারিংয়ের অভিযোগের আলাদা ১৪টি মামলায় হেব্রা ব্রাংকো ও চায়না বিডিএলের স্বত্বাধিকারী সুরুজ মিয়া ওরফে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর