সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৫৯ বছর পর ভোটার হলেন সন্তু লারমা

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

৫৯ বছর পর ভোটার হলেন সন্তু লারমা

দীর্ঘ ৫৯ বছর পর রাঙামাটিতে ভোটার হলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। গত ২৯ আগস্ট রাঙামাটি জেলা নির্বাচন অফিসে নিজেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছেন তিনি। কাগজপত্রের কার্যক্রম সম্পন্ন হলে খুব শিগগিরই জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে যাবেন সন্তু লারমা বলে জানালেন রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৪ সালের ১৪  ফেব্রুয়ারি রাঙামাটি জেলার মহাপুরম এলাকায় জন্ম গ্রহণ করেন সন্তু লারমা। তার পিতার নাম চিত্তকিশোর চাকমা, মাতা সুভাষিণী দেওয়ান। বর্তমানে সন্তু লারমার বয়স ৭৭ বছর। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের পানিতে মহাপুরম এলাকা ডুবে যাওয়ায় সন্তু লারমাদের পরিবার খাগড়াছড়ির পানছড়িতে আবাস গড়ে। পরে ১৯৯৭ সালে শান্তি চুক্তির পর আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হয়ে আবারও রাঙামাটি ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় সরকারি বাসভবনে বসবাস করছেন। আঞ্চলিক পারিষদের আইনে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের স্থানীয় বাসিন্দাদের নিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবিতে দীর্ঘদিন ভোটার হওয়া থেকে বিরত ছিলেন সন্তু লারমা। ভোটে অংশগ্রহণ করেননি কোনো জাতীয় নির্বাচনে। কিন্তু দাবিপূরণ না হলেও অবশেষে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হলো সন্তু লারমাকে। জানা গেছে, জাতীয় পরিচয়পত্র ছাড়া করোনাভাইরাস (কভিড-১৯) টিকা রেজিস্ট্রেশন করতে পারছিল না সন্তু লারমা। শুধু তাই নয়, বিদেশ ভ্রমণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আটকে যাচ্ছিল তার। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলো। রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমাকে ফোন করে ভোটার হতে চেয়েছিলেন।

 কিন্তু তখন নির্বাচন থাকায় তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। গত ২৯ আগস্ট রাঙামাটি  জেলা নির্বাচন অফিসে এসে নিজেকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ছবি তোলাসহ আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করেছেন সন্তু লারমা। জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও এখনো তা হাতে পাননি তিনি। তবে ভোটার তালিকায় তিনি ইতিমধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গেছেন।

সর্বশেষ খবর