বাংলাদেশ নিয়ে স্বপ্নের বড় দিক ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু ৫০ বছরে আমরা সেই জায়গা তৈরি করতে পারলাম না। এই ব্যর্থতা আমাদের জীবনের একটি বিষণ্ণ অন্ধকার। উন্নয়নের ধারাবাহিকতায় আমরা বেশ কিছুটা এগিয়েছি। বহির্বিশ্বে আমাদের খ্যাতি বেড়েছে। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এভাবে বাংলাদেশের সৃজনশীল জায়গাটি চমৎকারভাবে বিশ্বের ছোট ছোট রাষ্ট্রের অধিকার নিশ্চিতের প্রতীক হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো ঐতিহ্যিক প্রামাণিক দলিল হিসেবে সংরক্ষণ করেছে। এটাও আমাদের আন্তর্জাতিক মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বের দরবারে নিজেদের তুলে ধরতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় জাতিসংঘে ভাষণ দিয়েছেন। আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা ধরে রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর অর্জনগুলো আমাদের আন্তর্জাতিক খ্যাতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। তিনি বলেছেন, এ দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। এ জায়গাটা ধারণ করে বিশ্বের দরবারে আমাদের অবস্থানকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপরেও বলব, কিছু দিকে আমাদের নজর দেওয়া জরুরি। কিছু মানুষ দুর্নীতি করে লজ্জার জায়গা তৈরি করেছে। এর ফলে আমরা মানুষের অধিকারের জায়গা বিপন্ন হতে দেখছি। এসব দুর্নীতি আমরা কেন সহ্য করব? আমাদের সামাজিক মূল্যবোধের জায়গাগুলো নস্যাৎ করছে কতিপয় লোক। যাদের কঠোর শাস্তি দেওয়া জরুরি। দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনাকে আমাদের লজ্জার বড় দিক মনে করি। কেন এ ধরনের ঘটনা স্বপ্নের বাংলাদেশে ঘটবে তা আমি মেনে নিতে পারি না। কেন কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে নারী নির্যাতন, ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না? সেটা আমার প্রশ্ন। এসব দিক আমাদের সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের মানবিক চেতনা ও মূল্যবোধকে বড় করে দেখতে হবে। সেটাই বিশ্বের দরবারে আমাদের সবচেয়ে বড় অর্জন হয়ে উঠবে।অনুলিখন : জয়শ্রী ভাদুড়ী
শিরোনাম
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
৫০ বছরেও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে ওঠেনি
সেলিনা হোসেন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর