বাংলাদেশ নিয়ে স্বপ্নের বড় দিক ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু ৫০ বছরে আমরা সেই জায়গা তৈরি করতে পারলাম না। এই ব্যর্থতা আমাদের জীবনের একটি বিষণ্ণ অন্ধকার। উন্নয়নের ধারাবাহিকতায় আমরা বেশ কিছুটা এগিয়েছি। বহির্বিশ্বে আমাদের খ্যাতি বেড়েছে। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এভাবে বাংলাদেশের সৃজনশীল জায়গাটি চমৎকারভাবে বিশ্বের ছোট ছোট রাষ্ট্রের অধিকার নিশ্চিতের প্রতীক হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো ঐতিহ্যিক প্রামাণিক দলিল হিসেবে সংরক্ষণ করেছে। এটাও আমাদের আন্তর্জাতিক মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বের দরবারে নিজেদের তুলে ধরতে পেরেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় জাতিসংঘে ভাষণ দিয়েছেন। আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা ধরে রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পুরস্কার পেয়েছেন। তাঁর অর্জনগুলো আমাদের আন্তর্জাতিক খ্যাতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। তিনি বলেছেন, এ দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। এ জায়গাটা ধারণ করে বিশ্বের দরবারে আমাদের অবস্থানকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপরেও বলব, কিছু দিকে আমাদের নজর দেওয়া জরুরি। কিছু মানুষ দুর্নীতি করে লজ্জার জায়গা তৈরি করেছে। এর ফলে আমরা মানুষের অধিকারের জায়গা বিপন্ন হতে দেখছি। এসব দুর্নীতি আমরা কেন সহ্য করব? আমাদের সামাজিক মূল্যবোধের জায়গাগুলো নস্যাৎ করছে কতিপয় লোক। যাদের কঠোর শাস্তি দেওয়া জরুরি। দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনাকে আমাদের লজ্জার বড় দিক মনে করি। কেন এ ধরনের ঘটনা স্বপ্নের বাংলাদেশে ঘটবে তা আমি মেনে নিতে পারি না। কেন কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে নারী নির্যাতন, ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না? সেটা আমার প্রশ্ন। এসব দিক আমাদের সামাজিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের মানবিক চেতনা ও মূল্যবোধকে বড় করে দেখতে হবে। সেটাই বিশ্বের দরবারে আমাদের সবচেয়ে বড় অর্জন হয়ে উঠবে।অনুলিখন : জয়শ্রী ভাদুড়ী
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ