রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

এমন দেশের জন্য শহীদরা আত্মত্যাগ করেনি

নিজস্ব প্রতিবেদক

এমন দেশের জন্য শহীদরা আত্মত্যাগ করেনি

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছে তা এখনো স্বপ্নই রয়ে গেছে। ৩০ লাখ শহীদের জীবন আর লাখো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে দিয়েছে দুটি দল। এমন বাংলাদেশের জন্য বীর শহীদরা আত্মত্যাগ করেনি। গতকাল রাজধানীর জুরাইন রেলগেটে জাতীয় পার্টি শ্যামপুর ও কদমতলী আয়োজিত বিজয় সমাবেশ ও পতাকা মিছিল উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এতে সভাপতিত্ব করেন। জি এম কাদের আরও বলেন, ১৯৯০ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণ আর স্বজনপ্রীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশকে বিচ্যুত করেছে। ক্ষমতাসীনরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীদের মাঠেই দাঁড়াতে দিচ্ছে না। জাতীয় পার্টি প্রার্থীদের মারধর করছে। প্রশাসনের সহায়তায় প্রার্থিতা প্রত্যাহার করতে চাপ দিচ্ছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, কেন্দ্রীয় নেতা জহিরুল আলম রুবেল, আমির উদ্দিন আহমেদ ডালু, সুজন দে, শেখ মাশুকুর রহমান, সমরেশ মণ্ডল মানিক, এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, ইব্রাহিম মোল্লা, কাওসার মোল্লা, মামুন মোল্লা প্রমুখ।

সর্বশেষ খবর