শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পণ্যের দাম বৃদ্ধিতে জনজীবনে নেতিবাচক প্রভাব

নিজস্ব প্রতিবেদক

পণ্যের দাম বৃদ্ধিতে জনজীবনে নেতিবাচক প্রভাব

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায় সুশাসনের অভাব। গতকাল রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্থাটির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। ফাহমিদা খাতুন বলেন, সরকারি সংস্থা বিবিএসের তথ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কোনো প্রতিফলন নেই। বিবিএস যেসব পণ্যের ওপর ভিত্তি করে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) করে থাকে, সেটি অনেক পুরনো। অথচ সাম্প্রতিক সময়ে মানুষের ভোগে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই সময় এসেছে, ভোক্তা মূল্যসূচক করার জন্য নতুন পণ্যের বাস্কেট করতে হবে। কারণ, বাজারে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে বিবিএসের তথ্যে বেশ ফারাক দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর