বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গোলাগুলির পর মেশিনগানসহ ১২ লাখ ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

গোলাগুলির পর মেশিনগানসহ ১২ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে সাগরে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ফেলে যাওয়া ট্রলার থেকে প্রায় ১২ লাখ ইয়াবা, একটি সাব-মেশিনগান, ৩০টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে ছেঁড়াদ্বীপ এলাকার সাগরে এ অভিযান চালানো হয়। এ ছাড়া ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার ইয়াবা জব্দ করেছেন।

গতকাল সন্ধ্যায় টেকনাফ স্টেশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায়, সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে ট্রলারযোগে বিপুল পরিমাণ মাদকের চালান পাচারের গোপন খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে সাগরে সন্দেহজনক মাছ ধরার একটি নৌকা দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। কিন্তু ট্রলারটিতে থাকা লোকজন না থামিয়ে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন। গোলাগুলির একপর্যায়ে মাদক পাচারকারিরা ট্রলার থেকে সাগরে লাফ দিয়ে মিয়ানমারের জলসীমায় দিকে পালিয়ে যান। পরে পাচারকারিদের ফেলে যাওয়া ট্রলারটি তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ইয়াবা, একটি চাইনিজ অটোমেটিক সাব-মেশিনগান, ৩০টি গুলি (বুলেট) ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। জব্দ করা হয়েছে মাদক পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও। উদ্ধার করা মাদক ও অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কোস্টগার্ড। প্রায় ৩৫ হাজার ইয়াবা জব্দের বিষয়ে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. এম আবদুর রউফ জানান, গতকাল ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী এলাকায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামানোর জন্য সংকেত দেন। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থামিয়ে  দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে থাকেন। কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া দিলে ইয়াবা পাচারকারীরা হলুদ রঙের একটি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশি চালিয়ে ৩৪ হাজার ৮০০ ইয়াবা জব্দ করে। তিনি আরও জানান, জব্দ ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর