শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

গ্রাম ও শহরে আলাদা স্থানীয় সরকার নয়

নিজস্ব প্রতিবেদক

গ্রাম ও শহরে আলাদা স্থানীয় সরকার নয়

দেশের গ্রাম ও শহরের জন্য আলাদা স্থানীয় সরকার ব্যবস্থার আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশে এখন গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে না। দেশকে এক সময় গ্রাম বলা হতো। কিন্তু এখন পুরো দেশই শহরে পরিণত হয়েছে।

গতকাল বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) উদ্যোগে আগারগাঁওয়ের এলজিআরডি মিলনায়তনে ‘প্রস্তাবিত খসড়া জাতীয় নগর নীতিমালা’ বিষয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনডিপির এলআইইউপিসি প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় ম্যাবের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমদ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন, ম্যাবের সাবেক সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ম্যাবের উপদেষ্টা মোস্তফা কাইয়ুম খান, সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। ড. তোফায়েল আহমেদ বলেন, এখন দেশের যে কোনো জায়গায় ৫ থেকে ৭ ঘণ্টায় পৌঁছানো যাচ্ছে। সব জায়গায় বিদ্যুৎ আছে, প্রযুক্তি আছে। তাই আলাদা স্থানীয় সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা এখন আর নেই। এখন দেশে একটি সিটি, পৌরসভা, ইউনিয়নসহ পাঁচটি প্রতিষ্ঠানের প্রয়োজন আছে কিনা তা ভাবতে হবে। নগর নীতিমালা হলে পৌরসভাগুলোর তেমন লাভ হবে বলে মনে হয় না। পুরো দেশের বাস্তবতার আলোকে একক সংক্ষিপ্ত ও স্মার্ট নীতিমালা তৈরি করতে হবে। বিআইপির সভাপতি ড. মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, দেশে উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হচ্ছে, উন্নয়ন কার্যক্রম চলছে। কিন্তু উন্নয়ন টেকসই হচ্ছে না। এ জন্য জাতীয় নগর নীতিমালা অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, দেশে ভুল ভরা নীতিমালা গ্রহণের কারণে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে। গত ১৪ বছরেও দেশে ইমারত নির্মাণ নীতিমালা বাস্তবায়িত হয়নি। অনেক পৌরসভা আছে যাদের এখনো সঠিক কাঠামো গড়ে ওঠেনি। এ জন্য ক্ষুদ্র, মাঝারি ও মেগা সিটি নিয়ে পরিকল্পনা নিতে হবে।

সর্বশেষ খবর