শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

জিডিপি বাড়লেও কমেছে মানুষের অংশীদারি

নিজস্ব প্রতিবেদক

জিডিপি বাড়লেও কমেছে মানুষের অংশীদারি

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আমাদের জিডিপি বাড়ছে, তবে সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশীদারি কমে যাচ্ছে। যারা জিডিপি বাড়াচ্ছেন, সেই শ্রমিকরাই এর বাইরে থেকে যাচ্ছেন। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দ্রব্যমূল্য, শ্রমিকের জীবন ও মজুরি প্রশ্ন’ শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ সভার আয়োজন করে। তাসলিমা আখতারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সদস্য ফিরোজ আহমেদ, জনস্বাস্থ্যবিদ তৌফিক জোয়ারদার, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক মাহিন সুলতানা, অ্যাক্টিভিস্ট ফরিদা আক্তার প্রমুখ। আনু মুহাম্মদ বলেন, যেহেতু আমাদের জাতীয় ন্যূনতম মজুরি নেই, সেহেতু এটা কমেই যাচ্ছে। এর ফলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে কোনো কথা হচ্ছে না। শ্রমিকদেরও কোনো সংগঠন করতে দেওয়া হয় না। ফলে সাধারণ শ্রমিকরা প্রতিবাদ করলেই তখন শিল্প পুলিশ দিয়ে ধরপাকড় করা হয়। কিন্তু এই শিল্প পুলিশদের কখনো মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না। বলা যায়, মাস্তান বাহিনীর মতোই শিল্প পুলিশ কাজ করে মালিকদের পক্ষে।

সর্বশেষ খবর