বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

মালয়েশিয়া যেতে খরচ জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়া যেতে খরচ জানালেন মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অংশের খরচ নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ অংশে কর্মীদের খরচ ধরা হয়েছে ৭৮ হাজার ৯৯০ টাকা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার অনুমোদন দেয় মালয়েশিয়া।

বাংলাদেশ থেকে সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদনের ঘোষণা দেয় দেশটি। দেশটির ঘোষণার ৯ দিনের মাথায় গত বছরের ১৯ ডিসেম্বর দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সমঝোতা স্মারকের শর্ত মোতাবেক কর্মীদের বিমান ভাড়াসহ যাবতীয় ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারীরা বহন করবে।

সর্বশেষ খবর