ঈদের ছুটি শেষে নমুনা পরীক্ষা বাড়ায় ফের দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এর আগে টানা চার দিন দৈনিক শনাক্তের সংখ্যা হাজারের নিচে ছিল। এই সময়ে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছিল ৯ জুলাই ৬ হাজার ২৪টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৪৪৮টি।
তবে ঈদের ছুটির আগে ৮ জুলাই ১ হাজার ৬১১ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ওইদিন ৯ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরপর ৯ জুলাই ৯৩৯ জন, ১০ জুলাই ৮১৪ জন, ১১ জুলাই ৫২১ জন ও ১২ জুলাই ৬৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৫৯ জন। আগের দিন মারা গিয়েছিলেন নয়জন। সুস্থ হয়ে উঠেছিলেন ১ হাজার ৫৪২ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১৩.৭৯ শতাংশ।
গত এক দিনে সর্বোচ্চ ৭৫৭ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। মৃত পাঁচজনের মধ্যে চারজনই এই বিভাগে মারা গেছেন। অপরজন মারা গেছেন রংপুর জেলায়। মৃত পাঁচজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে চারজন ছিলেন পুরুষ ও একজন নারী। রোগীর সংখ্যা বাড়লেও অধিকাংশ মানুষ বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ায় কভিড হাসপাতালের ৯৫ ভাগ শয্যাই ফাঁকা রয়েছে।