বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সরকারের দেওয়া সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না

------- এম শামসুল আলম

নিজস্ব প্রতিবেদক

সরকারের দেওয়া সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে না

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, যানবাহনের ভাড়ায় সমতা আনা দরকার। এখন মানুষকে বেশি ভাড়া দিতে  হচ্ছে। গণপরিবহনে সিএনজি ব্যবহারের যে সুবিধা সরকার দিচ্ছে তা সাধারণ মানুষ পাচ্ছে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, সিএনজির সঙ্গে সরকারকে অন্যান্য জ্বালানির সমন্বয় করে মানুষকে রিলিফ দিতে হবে। বিইআরসিতে সিএনজির মূল্য নির্ধারণের বিষয়টি আসা দরকার। সেখানে ব্যক্তি ও জনসাধারণের ব্যবহৃত সিএনজির মূল্যহার নির্ধারণ করতে হবে। প্রান্তিক মানুষের স্বার্থ সুরক্ষার বিষয়টি ভাবতে হবে। অধ্যাপক এম শামসুল আলম বলেন, আমরা বরাবরই বলে এসেছি যে গণপরিবহনে ব্যবহৃত সিএনজি এবং ব্যক্তি পরিবহনে ব্যবহৃত সিএনজির আলাদা ট্যারিফ করা হোক। আজকের প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা বিবেচনা করা জরুরি হয়ে পড়েছে। ব্যক্তি পরিবহনে দাম বাড়ানোর বিষয়টি আমরা বরাবরই বলে এসেছি। আমরা এখনো সেটা বলছি। তিনি বলেন, সাধারণ মানুষের কল্যাণ করা সরকারের মৌলিক দায়িত্ব। সরকার যা কিছু করে তা জনস্বার্থে করে। আর সরকারের সব সিদ্ধান্তেই লেখা থাকে, এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। কিন্তু জ্বালানি খাতে, যা কিছু ঘটছে তার অনেকগুলোর জনস্বার্থের সঙ্গে সম্পূরক নয়। পুরো জ্বালানি খাতে যে সব কার্যক্রম ঘটছে তা প্রকৃত অর্থে জনস্বার্থবিরোধী। এই যে ভর্তুকি প্রত্যাহার করা এবং জ্বালানি খাতে যে ঘাটতি দেখানো হয়, তা আদৌ আছে কি না সে বিষয়টি আমরা নিশ্চিত নই। যদি এ জন্য গণশুনানি হতো আইনানুগ পদ্ধতিতে মূল্য নির্ধারণ হতো, তাহলে দেখা যেত ঘাটতি অনেক কমে গিয়েছে। ব্যক্তি বা গোষ্ঠী বিশেষকে সুবিধা দেওয়ার এ ধরনের শত শত ব্যবসা তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর