বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংসদে সাবেক মন্ত্রী আজাদ

ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগের অনেকেই অর্থের বিনিময়ে জড়িত

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের অনেক লোকই এ ষড়যন্ত্রে জড়িত বলে জাতীয় সংসদে দাবি করেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিভিন্ন জেলা ও উপজেলায় যারা কাজকর্ম করছে তাদের দিকে নজর রাখতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন সাবেক এই মন্ত্রী।

গতকাল জাতীয় সংসদে ১৪৭ বিধির সাধারণ আলোচনায় তিনি  এসব কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, পঁচাত্তরের খুনি চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনো ক্ষান্ত হয়নি। আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে। জামালপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, কী ষড়যন্ত্র হচ্ছে, অনেক কিছুই জানি। সব কথা তো বলতে পারি না। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি একান্তে কথা বলতে পারতাম, তাহলে অনেক কথা বলতে পারতাম। তিনি বলেন, এখনো যে ষড়যন্ত্র চলছে, এ ষড়যন্ত্রের ভিতরে আমাদের নিজেদের অনেক লোকও অর্থের বিনিময়ে সম্পৃক্ত আছে। তিনি বলেন, সংসদ সদস্য যারা আছেন তাদের পরিবার, আত্মীয়-স্বজনদের প্রত্যেককে সতর্ক করতে হবে। সবাই যদি সতর্ক থাকি, চোখ-কান খাড়া রাখি, তাহলে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব। বিএনপি ও জামায়াত এখনো চক্রান্ত, ষড়যন্ত্র করছে দাবি করে আবুল কালাম আজাদ বলেন, বাইরে থেকে বহু অর্থ আসছে। ইতোমধ্যে তারা বিভিন্ন এলাকায় কিছু কিছু লোক ঠিক করেছে। আমরা যদি এগুলো শক্ত হাতে দমন না করি তাহলে হবে না। এদিকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের চক্রান্তকারীরা এখনো ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে এমন অভিমত ব্যক্ত করে সব চক্রান্ত ব্যর্থ করতে শপথগ্রহণ করতে চায় জাতীয় সংসদ। এ লক্ষ্যে গতকাল সংসদে একটি সাধারণ প্রস্তাব তোলা হয়েছে। আওয়ামী লীগের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির এ সংক্রান্ত একটি সাধারণ প্রস্তাব তুলেছেন। পরে তার ওপর আলোচনা হয়।

সর্বশেষ খবর