শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

যুদ্ধে শান্তি আলোচনায় এরদোগান

প্রতিদিন ডেস্ক

যুদ্ধে শান্তি আলোচনায় এরদোগান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য আবারও একটি উদ্যোগ নিয়ে এগোচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এ লক্ষ্যে তিনি দুই পক্ষকে শান্তি আলোচনায় বসানোর জন্য চেষ্টা করছেন। সূত্র : বিবিসি, আনাদোলু এজেন্সি। খবরে বলা হয়, এরদোগান গতকাল কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে আবারও আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। তবে এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে অরেক খবরে বলা হয়, কিয়েভ ও মস্কোর সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে ন্যাটোর সদস্য দেশ তুরস্ক এখন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এরদোগানের নতুন উদ্যোগ কতটুকু সফল হবে বলা না গেলেও আশা করা হচ্ছে-এর মধ্য দিয়ে আরও একবার শান্তির পথ তৈরি হতে পারে এবং বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের কবল থেকে রক্ষা পেতে পারে। তবে ইউক্রেনের নেপথ্য থেকে যারা কলকাঠি নাড়ছেন তারা শান্তির বিষয়ে ইতিবাচক না হলে রাশিয়াকে কঠোর অবস্থান থেকে ফেরানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে এরদোগানের উদ্যোগ আগের মতো আবার ব্যর্থ হবে।

সর্বশেষ খবর